🔥 তিনি ঠোঁট কাটা। সোজা কথা স্পষ্ট করে বলতে বিন্দুমাত্র ভয় পান না। ফিল্ম ইন্ডস্ট্রিতে সকলে স্বস্তিকা মুখোপাধ্যায়কে এভাবেই চেনেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং থেকে ২০২২-এ দুর্গাপুজো কার্নিভালে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তাঁর চকোলেট নেওয়া নিয়ে যে চর্চা সহ নানান বিষয়েই সম্প্রতি সোজাসাপটা কথা বলেছেন স্বস্তিকা।
🍒শীঘ্রই হইচই প্ল্যাটফর্মে আসছে স্বস্তিকা অভিনীত নতুন সিরিজ বিজয়া। যেখানে মুখ্য একজন মায়ের চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। সেবিষয়েই কথা বলতে বলতেই উঠে আসে সোশ্যাল মিডিয়া ট্রোলিং থেকে শুরু করে রাজনীতির প্রসঙ্গ। সেই প্রসঙ্গ ধরেই আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, তিনি অবশ্য কোনওদিনই স্বতঃস্ফূর্ত রাজনীতি করেননি। তবে একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে চকোলেট নেওয়ার কারণে তীব্র ট্রোলিং মুখে পড়েছিলেন অভিনেত্রী। এদিন সেবিষয়ে স্বস্তিকা বলেন, 'আমি তো খাইও নি, নিয়েছিলাম।'
🦄স্বস্তিকা কথায়, ‘আমাকে যদি প্রমাণ করতে হয় যে আমি তৃণমূলের পক্ষ নই, তাহলে মুখ্যমন্ত্রীর সামনে সভ্যতা-ভদ্রতা, শালীনতা সবই ত্যাগ করতে হবে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাঁকে আমার পছন্দ হোক বা নাহোক, তাঁর দলকে আমি পছন্দ করি বা নাকরি, ভোট দিই বা নাদিই, কিন্তু তিনি তো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁকে আমি হাতজোড় করে নমস্কার করব না? আমরা আমাদের বাড়ির বড়দের সঙ্গে দেখা হলে নমস্কার করি না! এটার জন্য আমাকে ট্রোল করা হয়, গালাগাল করা হয়। কারণ, তাঁদের মনে হয়েছিল এই ভদ্রতার দরকার নেই। তবে সুইমিং পুলে নামতে হলে আমাকে শাড়ি পরে নামতে হবে, সেই ভদ্রতা দরকার!’
ꦕস্বস্তিকার কথায়, আজকাল দেবের সঙ্গে ছবি দিলেও তাঁকে লোকে বলে তিনি নাকি তেল মারছেন। অভিনেত্রীর কথায়, তাঁর সঙ্গে দেবের সম্পর্ক তাঁরা কলাকুশলী। একসঙ্গে কাজ করেছেন। তবে মানুষ এখানে সেসব বাদ দিয়ে দিয়েছেন। তিনি ওঁর সঙ্গে ছবি দিয়েছেন দেখলেন লোকজন তৃণমূল, রাজনীতি, তিনি ভোটের টিকিট চান, তেল মারছেন এসব প্রসঙ্গ টেনে আনেন।