গত কয়েকদিন ধরেই জোর গুঞ্জন গোপনে বিয়ে স💃েরেছেন তাপসী পান্নু। পাত্র তাঁর দীর্ঘদিনের প্রেমিক, ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ে। নিউজ ১৮-এর প্রতিবেদন অনুসারে, গত শনিবার (🍎২৩ মার্চ) রাজস্থানের উদয়পুরে তাপসীর বিয়ে সম্পন্ন হয়েছে। যদিও এখবরে তাপসী কিংবা ম্যাথিয়াস কেউই সিলমোহর দেননি। এমনকি তাঁদের বিয়ের ছবিও প্রকাশ্য়ে আসেনি।
এই গুঞ্জনের মাঝেই সিঁথিতে সিঁদুর পরা অবস্থায় দেখা মিলল তাপসী পান্নুর। ২৫ মার্চ পরিবার ও বন্ধুদের সঙ্গে হোলি খেলেছেন তাপসী। সেখানেই সিঁদুর পরা অবস্থꦦায় গেল অভিনেত্রীকে। তাঁদের সঙ্গে দেখা গেল ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়🦋েকে।
তাপসী পান্নুর হোলি
তাপসী পান্নু ও ম্যাথিয়🎃াস বোয়ের বিয়ের খবর ছড়ানোর পর এটাই সোশ্যাল মিডিয়ায় উঠে 🉐আসা তাঁদের প্রথম ছবি। যদিও এটা গ্রুপ ফটো। অভিনেতা অভিলাষ থাপলিয়াল ছবিটি শেয়ার করেছেন। সেখানে তাপসী এবং ম্যাথিয়াসের সঙ্গে অভিনেত্রীর বোন সগুন পান্নু এবং তাঁদের পরিবারের অন্যান্যদেরও দেখা গিয়েছে।
ছবিতে সকলকেই লাল ও গোলাপী আবিরে রেঙে উঠতে দেখা গিয়েছে। বহু অনুরাগী এই ছবির নিচে কমেন্ট করেছেন। তাতে অনেকেই প্রশ্ন করেছেন, ‘তাপসীর সিঁথিতে এটা কি সিঁদুর?’ কারোর মন্তব্য, 'তাপসীর সিঁথি তো সিঁদুর!' আবার অনেকেই অভিনেত্রীকে হোলি ও নব-বিবাহিত জীবনের শুভেচ্ছা জানিয়েছেন। কারোর কথায়, 'আরে এটা তো সিঁদুর' (দেশের বহু বিবাহিত মহিলা লাল সিঁদুর পরেন) তাপসী ম্যাম।' আরেকজন লিখেছেন, ‘আজ জানতে পারলাম তা🌄পসী বিবাহিত।’ কারোর মন্তব্য করেছেন, ‘তাপসীর কপালে সিঁদুর কে লাগিয়েছ﷽ে?’ কারোর কথায়, ‘হোলিতে সিঁদুর পরে আছেন নববিবাহিত তাপসী। খুব সম্ভবত উনি আবির দিয়েই সিঁদুর পরেছেন। কারণ শিখ বধূরা সচরাচর সিঁদুর পরেন না।’ এমনই অজস্র মন্তব্য উঠে এসেছে।
আরো পড়ুন-ಞস্যামকেই মন দিয়েছেন! চর্চিত প্রেমিকের সঙ্গে গোপনে রং মাখলেন তৃপ্তি দিমরি