আর্ট ডিরেক্টর নীতীন দেশইয়ের মৃত্যুশোক এখনও কাটেনি, এরই মাঝে বিনোদন দুনিয়ায় ফের এল একটা খারাপ খবর। প্রয়াত তামিল অভিনেতা মোহন। জানা যাচ্ছে মাদুরাইয়ের তিরুপারকুন্ড্রম মন্দিরের কাছে একটি রাস্তায় অভিনেতার মৃতদেহ পাওয়া গেছে। ৬০ বছর বয়সী এই অভিনেতা কমল হাসানের অপূর্ব সগোধরারগাল (১৯৮৯) ছবিতে তার কৌতুক চরিত্রের জন্🌄য সর্বাধিক পরিচিত ছিলেন।
জানা যাচ্ছে, অভিনেতা মোহনের মৃত্যু কিছুটা অদ্ভুতভাবেই হয়েছে। কিছুদিন আগে, গত ৩১ জুলাই রাস্তা থেকে মোহনের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মোহনের দেহ ময়নাতদন্তের জন্য মাদুরাই সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। অভিনেতার মৃতদেহ ময়নাতদন্তের পর শেষকৃত্যের জন্য তার💛 পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ু𓆉ন-১৪ বছরের ছোট শ্রুতিকে বিয়ে করে আদপে কেমন আছেন? মুখ খুললেন পরিচালক স্বর্ণেন্দু
আরও পড়ুন-'আমার আমবাত আছে, সেটাই ভয়ঙ্কর আকার𒉰 নিয়েছিল, ফুল হাত জামায় ঢেকে রাখতাম' বলছেন ✤আদা শর্মা
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ৬০ বছর বয়সী অভিনেতার হাতে সাম্প্রতিক সময়ে বিশেষ কাজ ছিল না। তিনি কাজ পেতে লড়াই চালিয়ে যাচ্ছিলেন, ꦛসাম্প্রতিক সময়ে অর্থকষ্টে ভুগছিলেন। প্রসঙ্গত তামিল নাড়ুর, মেট্টুর-এলাকার বাসিন্দা হলেন মোহন। সিনেমা দুনিয়🧜ায় নিজের জায়গা পাকা করার জন্য লড়াই চালিয়ে গিয়েছেন মোহন। নিজের শহর ছেড়ে চলে আসার পরে এবং তাঁর আর্থিক অবস্থা খারাপ হওয়ার পরে মেইন রথ রোডে থাকতেন মোহন।
মূলত কমেডি ঘরানার ছবিতেই জনপ্রিয়তা পেয়েছেন মোহন। ১৯৮৯-এ মুক্তি পাওয়া কমল হাসান-অভিনীত অপূর্ব সগোধরারগালে ছবিতে দক্ষিণী সুপারস্টারের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর আরও একটি জনপ্রিয় 🦹ছবি হল 'নান কাদভুল'। যে ছবিতে দক্ষিণের আর্য এবং পূজাও অভিনয় করেছিলেন। মোহনের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই। তবে কীভাবে তাঁর মৃত্য়ু হল সেটা এখনও স্পষ্ট নয়।