তথ𒀰াগত মুখোপাধ্যায় মানেই চেনা ছকের বাইরে বেরিয়ে অন্যরকম গল্প বলার চেষ্টা। এবারও তার অন্যথা হবে না। ১৫ নভেম্বর ঘোষ🎀িত হল অভিনেতা-পরিচালকের আগামী ছবি রাস। প্রকাশ্যে এল ছবির পোস্টারও। আর সেই পোস্টার দেখে রীতিমত মুগ্ধ নেটপাড়া।
আরও পড়ুন: হারানো সময়ের পারিবারিক গল্পে বিক্রমের মুখোমুখি দেবলীনা, পরিচালনায় 🐼তথাগত
মুক্তি পেল রাস ছবিটির পোস্টার
এদিন তথাগত মুখোপাধ্যায় নিজেই সোশ্যাল মিডিয়ায় রাস ছবিটির পোস্টার পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে পাটের কাপড়ে দুই দিকে বিভিন্ন রকমের রং দিয়ে কাজ করাꦇ। মাঝে বাহারি রং দিয়ে লেখা রাস। সঙ❀্গে রয়েছে বাঁশিও। নিচে দেখা যাচ্ছে কখনও লেখা রয়েছে 'হারিয়ে যাওয়া আড্ডার গল্প', কখনও আবার, 'হারিয়ে যাওয়া সম্পর্কের গল্প', কখনও আবার হারিয়ে যাওয়া 'বন্ধুত্ব' বা 'মানুষের' গল্প।
এই পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তথাগত 𝕴লেখেন, 'কিছ𝄹ুই কি হারিয়ে যায়?আসলে তো সবই থেকে যায়, সবাই থেকে যায়। শুধু ভেতর থেকে ডাক আসে একলা নিতাই হওয়ার-রাস। হারিয়ে যাওয়া বাঙালিদের গল্প। পোস্টার ডিজাইন - স্বর্নাভ বেরা, , গ্রাফিক্স- শুভায়ন চন্দ্র, গান- সাত্যকি বন্দোপাধ্যায়।'
রাস ছবিটি সম্পর্কে
রাস ছবিটিতে মুখ্য ভূমিকায় থাকবেন বিক্রম চট্টোপাধ্যা♉য়ই। তাঁর সঙ্গে এখানে দেখা যাবে দেবলীনা কুমার, অনির্বাণ ꦗচক্রবর্তী, অনসূয়া মজুমদার, অর্ণ মুখোপাধ্যায়, রণজয় বিষ্ণু, পারিজাত চৌধুরী, দেবাশিস রায়, প্রমুখ। ডিসেম্বর থেকে এই ছবিটির শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। এই ছবি প্রসঙ্গে পরিচালক আনন্দবাজারকে জানিয়েছেন তাঁর ছোটবেলার প্রতিফলন দেখা যাবে ছবিটিতে, উত্তর কলকাতায় তাঁর ছেলেবেলা যেভাবে কেটেছে সেটাই উঠে আসবে। ফলে এই ছবি যে তাঁর আত্মকথনের ছবি সেটা বলা যায়।
আরও পড়ুন: ভাღরতজুড়ে ১৫ কোটি আয় বহুরূপীর! বর্তমানে কোথায় দাঁড়িয়ে টেক্কার আয়,ꩲ জানালেন সৃজিত
প্রসঙ্গত, তথ🥀াগত মুখোপাধ্যায় পরিচালিত পারিয়া ছবিটি চলতি বছর দারুণ সাড়া পেয়েছে বক্স অফিসে। তুমুল ব্যবসা করেছে বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত ছবিটি। পথ কুকুরদের নিয়ে তৈরি এই ছবি অনেকেরই মনে ছুঁয়ে গিয়েছে। তারপরই জানা গিয়েছে পারিয়া ২ আসবে শীঘ্রই। কিন্তু সেই ছবির মাঝেই প⛎্রকাশ্যে এল তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবির আপডেট। অভিনেতা পরিচালকের প্রথম ছবি ভটভটি ছিল ফ্যান্টাসি ঘরানার, পারিয়া ছবিটি অ্যাকশন জ্যরের। গোপনে মদ ছাড়ান ছবিটি ছিল ডার্ক কমেডি। তবে তাঁর এই আসন্ন ছবিটি একেবারেই আলাদা ধরনের, পারিবারিক গল্প দেখা যাবে সেখানে। ফুটে উঠবে হারানো সময়ের গল্প।