বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ‘টেলি অ্যাকাডেমি পুরস্কার’। ছোটপর্দায় সুপারস্টারেদের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হল। হাজির ছিলেন স্বয়ং মꦓুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকার এবং টেলি অ্যাকাডেমি আয়োজিত এই অনুষ্ঠানটির জন্য মুখিয়ে থাকেন বাং🌊লা টেলিভিশনের কলকুশলীরা। অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন কে হবেন সেরার সেরা, সেই তালিকা জানতে।
২০১৪ 💦সাল থেকে শুরু হয়েছিল এই অনুষ্ঠানের পথচলা। এবার মোট ৪১টি ক্যাটেগরিতে ৬৬ জনকে সম্মান জানানো হল টেলি অ্যাকাডেমির তরফ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এবার টেলি অ্๊যাকাডেমির মঞ্চে সম্মানিত হলেন খোদ মুখ্যমন্ত্রী। এখানেই রয়েছে কাহানিতে টুইস্ট!
বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে চর্চিত দুই মেগা সিরিয়াল ‘অনুরা𒅌গের ছোঁয়া’ এবং ‘জগদ্ধাত্রী’। স্টার জলসা ও জি বাংলার এই দুই সিরিয়ালের হাতেই উঠল সেরার সম্মান। সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন সিরিয়ালের পুরস্কার পেয়েছে এসভিএফ এবং ব্লুজ প্রোডাকশনের এই দুই মেগা। পাশাপাশি অনুষ্ঠানের বড় পুরস্কার গুলি ছিনিয়ে নিল এই দুই সিরিয়ালের কলাকুশলীরা। সেরা জুটির পুরস্কার যৌথভাবে ছিনিয়ে নিয়েছেন ‘অনুরাগের ছোঁয়া’র সূর্য-দীপা এবং ‘বাংলা মিডিয়াম’-এর বিক্রম-ইন্দিরা। সেরা অভিনেত্রী ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা, সেরা অভিনেতা ‘অনুরাগের ছোঁয়া’র সূর্য মানে দিব্যজ্যোতি দত্ত। দিন কয়েক আগেই স্বস্তিকা-দিব্যজ্যোতির মনোমালিন্যের খবর প্রকশ্যে এসেছে, এর মাঝেই সেরা জুটির পুরস্কার জয় খানিক হলেও স্বস্তি এনেদিল তাঁদের ভক্তদের। সেরা অভিনেত্রীর দৌড়ে জগদ্ধাত্রীর কাছে হার মানলেও সেরা বউমার শিরোপা পেয়েছেন স্বস্তিকা।
এক নজরে দেখুন সেরার তালিকা-
𒀰সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল- অনুরাগের ছোঁয়া ও জগদ্ধাত্ꦑরী
সেরা অভিনেতা- দিඣব্যজ্যোতি দত্ত (অনুরাগের ছোঁয়ার সূর্য)
সেরা অভিনেত্রী- অঙ্কিতা মল্লিক (জগদ্ধাত্রী)
সেরা পরিবার- অনুরাগের ছোঁয়া, নিম ফুল✱র মধু𓆏 এবং গাঁটছড়া
সেরা জুটি-༒ সূর্য-দীপা (অনুরাগের ছোঁয়া) এবং▨ বিক্রম-ইন্দিরা (বাংলা মিডিয়াম)
সেরা বয়স্ক জুটি– মিঠু চক্রবর্তী ও অনিন্দ্য সরকার
সেরা প্রযোজক- ম্যাজিক মোমেন্টস (লীনা গঙ্গো♉পাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং টেন্ট (༒সুশান্ত দাস)
সেরা বউমা- স্বস্তিকা ঘোষ (অনুরাগের ছোঁয়ার দীপা)
প্রি⛎য় ছেলে- গৌরব চট্টোপাধ্যায় (গাঁটছড়ার ঋদ্ধি) রাহুল মজুমদার (হরগৌরী পাইস হোটেলের শঙ্কর)
সেরা শাশুড়ি - রূপাঞ্জনা মিত্র (অনুরাগের ছোঁয়ার লাবণ্য 𓆉সেন)
সেরা মা- জুন মালিয়া (গাঁটছড়ার মঞ্জিরা)
সেরা বোন ও ভাই- অনুষ্কা (গাঁটছড়ার বনি) প্রারব্ধি (অন♔ুরাগের ছোঁয়ারܫ জয়)
বিশেষ পুরষ্কার- তৃণা সাহা (বালিঝড়ের ঝোড়া)
সের𝕴া খল-নায়ক- অনিন্দ্য চক্রবর্তী (খেলনা বাড়ির পলাশ) ও অনিন্দ্য চট্টোপাধ্যায় (গাঁটছড়ার রাহুল)
সেরা খল-নায়িকা- চান্দ্রেয়ী ঘোষ (গৌরী এল-র শৈলজা), রশ্মি ভট্টাচার্য (গোধূলি আলাপের রোহিনী), প্রিয়া পাল (জগদ্ধাত্রীর দিব্যা), অহনা দত্ত (🧜অনুরাগের ছোঁয়ার মিশকা)
আজীবন অবদানের স্বীকৃতি- সুমন্ত মুখোপাধ্যায়
‘সেরা অভিনয়’ 📖(বিশেষ♚ সম্মান)- কৌশিক সেন (গোধূলি আলাপ)
মরোণোত্তর বিশেষ কৃতি সম্মান- ঐন্দ্রিলা শর্মা
অনুপ্রেরণা মূলক চরিত্র- সব্যসাচী চৌধুরী (রামপ্রসাদ) তিয়াসা লেপচা (ব🅰াংলা মিডিয়াম)
পাদ প্রদীপের তলায় (বিশেষ সম্মান)- নিমাই ঘোষ
প্রসঙ্গত, গুড্ডি ও জগদܫ্ধাত্রী সিরিয়ালের গীতিকার ও সুরকার হিসাবে টেলি অ্যাকা🔴ডেমি অ্যাওয়ার্ড পান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই অ্যাওয়ার্ড গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী। মজার ছলে বিষয়টি এড়ান তিনি।