করোনার দ্বিতীয় ঢেউতে উত্তাল গোটা দেশ। অক্সিজেন থেকে বেড, অ্যাম্𝐆বুলেন্স সবেতেই আকাল। এহেন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িতে দিতে এগিয়ে এসেছে বহু বলিউড তারকারা। তেমনি পিছিয়ে নেই টলি তারকারাও। নিজেদের সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়েꦍ যাচ্ছেন তাঁরা।
দেখা গেল একাধিক টেলিভিশন তারকাদের মানবিক দিক। টেলি পাড়ার জনপ্রিয় অভিনেতা সায়ক চক্রবর্তী। এই কঠিন পরিস্থিতিতে এগিয়ে এলেন মানুষের সাহায্যের জন্য। কোটি কোটি টাকা হয়তো নেই তাঁদের, তবে যেটা রয়েছে সেটা হল মা🌳নুষের প্রতি কর্তব্যবোধ। সমাজের অসহায় মানুষগুলোর জন্য সাধ্যমতো কিছু করার ইচ্ছে।
সামাজিক মাধ্যমে পোস্ট করে সায়ক জানিয়েছেন, ‘ তেমন কোনো সিরিয়াল করছি না যেখানে আমার প্রতিদিনের আয় অনেক বেশি। কিন্তু যা জমিয়েছি তাতে আশা 🅷করি কিছু মানুষকে খাবার খাওয়াতে পারবো। যদি কোনো ব্যক্তির কাজ না থাকে ও বাড়িতে করোনার রোগী থাকে, আমার সঙ্গে যোগাযোগ করুন। ব্যক্তিগত মেসেজ করুন। আমি নিজে আপনার বাড়িতে খাবার দিয়ে আসবো’।
অভিনেতার এই মনোভাবকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। পাশা💎পাশি টেলি পাড়ার আরো অনেক তারকাকে এগিয়ে আসতে দেখা গেছে এই কঠিন পরিস্থিতিতে।
টেলিভিশনের অভিনেত্রী দিয়া চক্রবর্তীও একইভাবে নিজের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনিও সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, ‘উপার্জনের পথ নেই এবং খাবারের সমস্যায় ভুগছেন বা কোনও যুক্তিসঙ্গত উপায়ে লড়াই করছে। দয়া করে খালি পেটে ঘুমোবেন না। আমাকে একটি ব্যক্তিগত মেসেজ পাঠাতে ভয় পাবেন না। আমার যেটুকু আছে তা ভাগ করে নিলে আমি বেশি খুশি হব। আমি ধনী নই, কেবল একজন সাধারণ ব্যক্ত💦ি, তবে যতটুকু পারি তা ভাগ করে নেব, এমনকি যদি এটি আমার কোনো খাবারে একটু কম হয়, তাতেও আমি খু𒁏শি হব। এমনকি এক বাক্স নুডলস, একটি রুটি বা দুধ। আমি যে কোনো উপায়ে আপনার জন্য ব্যবস্থা করার চেষ্টা করব, প্রশ্নাতীত ভাবে’।
এগিয়ে এসেছেন টলিউডের আরেক অভিনেত্রী মধুরিমা বসাক। তিনি করোনা রোগীদের জন্য কিছু অত্যাবশ্যক ওষুধের খোঁজ দিয়েছেন সামাজিক মাধ্যমে। রেমেডিসিভির ও এক্টিমেরা ৪০০ ওষুধ পাবার জন্য কিছু ফোন নম𝓰্বার শেয়ার করেছেন তিনি।
এভাবেই টলিউড অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের সাধ্যমত পাশে দাঁড়িয়েছ📖ে সাধারণ মানুষের। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে, অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়, ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়, সঞ্চালক মির্চি অগ্নি, গায়ক রূপম ইসলাম পিছিয়ে নেই কেউই। সকলেই এগিয়ে এসেছেন নিজেদের সাধ্যমতো। তাঁদের এই মনোভাবকে বাহবা জানিয়েছেন সকলে।