শুক্রবার, ৯ ফেব্রুয়ারি মুক্তি পেল শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন অভিনীত তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া। এই ছবিটি একটি অবাস্তব প্রেম কাহিনি যেখানে মানুষ আর রোবটের প্রেম দেখ𒅌ানো হয়েছে। আর ভ্যালেন্টাইন্স ডের আগে এই ༒ছবি আসতেই কোণঠাসা হয়ে পড়ল দেশপ্রেমের ফাইটার। শুক্রবার বক্স অফিসে কত আয় করল দুটো ছবি?
তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া ছবিটির বক্স অফিস কালেকশন
প্রথমদিন বক্স অফিসে তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া ছবিটি ৬ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। খুব বেশি না হলেও মন্দ শুরু হল না শাহিদ কাপুরের ছবির জার্নি। সামনেই শনি এবং রবিবার আছে, মনে করা হচ্ছে সেই দুদিন আরও বাড়বে আয়ের পরিমাণ। এমনটাই সচনিল্কের🔯 রিপোর্টে জানানো হয়েছে।
আরও পড়ুন: 'অত ক্যালকুলেটিভ নই...' লোকসভা নির্বাচনের আগে পর্দায় কাম𓃲ব্যাক করেও কেন এমন বললেন দেবশ্রী?
আরও পড়ুন: 'এই বসন্তে প্রেম নেই, তবে...', হাত ছেড়েছেন নবন𝕴ীতা, এবার কার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে কাটাচ্ছেন জিতু?
ফাইটার ছবির বক্স অফিস কালেকশন
ফাইটার ছবিটি🌳 মুক্তির পর তৃতীয় শুক্রবার বক্স অফিসে দুই কোটির কম আয় করেছে। এদিন এটি মাত্র ১.৭৫ কোটি টাকাই ঘরে তুলতে পেরেছে। ফলে বর্তমানে এই ছবির মোট আয় এখন গিয়ে দাঁড়িযꦐ়েছে ১৮৯.২৫ কোটি টাকায়।
মুক্ཧতির পর প্রথম সপ্তাহে ফাইটার ছবিটি বক্স অফিসে ১৪৬.৫ কোটি টাকা আয় করেছিল। এরপর দ্বিতীয় শুক্রবার এটি ৫.৭৫ কোটি টাকা ঘরে তোলেন তারপর শনি, রবি আসতেই বেশ অনেকটা বেড়েছিল আয়ের পরিমাণ। এই দুদিন যথাক্রমে ছবিটি ১০.৫ কোটি এবং ১২.৫ কোটি টাকা আয় করেছিল। এরপর সোমবার আসতেই ফের একা ধাকཧ্কায় অনেকটাই কমে যায় আয়। দ্বিতীয় সোমবার ফাইটার মাত্র ৩.২৫ কোটি টাকারই ব্যবসা করে। মঙ্গলবারও আয়ের পরিমাণ এক থাকে, অর্থাৎ ৩.২৫ কোটি আয় করে সেদিন। বুধবার সেটা কমে হয় ৩ কোটি। বৃহস্পতিবার এবং শুক্রবার আরও কমে যায় সেই পরিমাণ।
তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া ছবির প্রসঙ্গে
এই ছবিটি ৯ ফেব্রুয়ারি মুক্তি পেল ভ্যালেন্টাইন্স ডের ঠিক আগে। এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন শাহিদ কাপুর, কৃতি শ্যানন। অন♎্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ডিম্পল কাপাডিয়া, ধর্মেন্দ্র, প্রমুꦉখ। ছবিটির পরিচালনা করেছেন অমিত যোশী এবং আরাধনা শাহ। ছবিটির প্রযোজনা করেছেন লক্ষ্মণ উটেকর, জ্যোতি দেশপাণ্ডে, দীনেশ বিজন।
ফাইটার প্রসঙ্গে
২৫ জানুয়ারি মুক𝔍্তি পেল ফাইটার। সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করেছেন এই ছবির। এটি একটি এরিয়াল অ্যাকশন মুভি। মুখ্য ভূমিকায় অভিনয়🐎 করেছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, অনিল কাপুর, প্রমুখ। গত বছরও একই দিনে মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান।