সেই যে কবꦆে সাফল্যের মুখ দেখেছেন মনে পড়ে না। টানা ৯ বছর ধরে একের পর এক ছবি ফ্লপ। এদিকে অভিনয়ের পাশাপাশি দেশের নানান পরিস্থিতি, রাজনৈতিক নানান বিষয়ে বারবারই মুখ খুলতে দেখা গিয়েছে বলিউডের একসময়ের 'কুইন'কে। বারবার, বিভিন্ন বিষয়ে নরেন্দ্র মোদী, দেশের বর্তমান শাসক দল BJP-র হয়ে সুর চড়িয়েছেন তিনি। স্বঘোষিত ‘♔রামভক্ত’ তিনি। তবে সরাসরিতে রাজনীতিতে আসার কথা উঠলে এতদিন এড়িয়েই গিয়েছেন। তবে এবার আর কঙ্গনা বলছেন, ‘রাজনীতিতে আসার এটাই সঠিক সময়’।
ঠিক কী বলেছেন কঙ্গনা?
সম্প্রতি টিভি৯ ভারতবর্ষকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘আমি আক্ষরিক অর্থেই সিনেমার সেট থেকে রাজনৈতিক দলগুলির সঙ্গে লড়াই করেছি। এটা থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রাখতে পা♏রি না। আমি আমার দেশের জন্য যা করতে চাই তা করার জন্য আমার কোনও পদ লাগে না। তবে আমি যদি রাজౠনীতিতে আসতে চাই, তাহলে আমার মনে হয় এটাই সঠিক সময়।’
কঙ্গনা আরও বলেন, ‘এই দেশ আ💦মাকে অনেক কিছু দিয়েছে, আমি সত্যিই তার প্🌄রতিদান দিতে চাই। আমি বরাবরই একজন জাতীয়তাবাদী ছিলাম। আর আমার সেই ইমেজটাই এখন আমার অভিনয় কেরিয়ারেরও ঊর্ধ্বে উঠে গিয়েছে।’ কঙ্গনা বলেন, ‘আমি একজন সচেতন নাগরিক, আর সেকারণে আমি প্রশংসিতও হয়েছি, আমাকে অনেকে ভালোবাসেন।’
প্রসঙ্গত, কঙ্গনা ভারতীয় জনতা পা﷽র্টি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থক বলে গুঞ্জন রয়েছে। গত মাসে অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানেও যোগ দিয🧜়েছিলেন অভিনেত্রী।
আগে কী বলেছিলেন?
এদিকে গত বছর একইভাবে কঙ্গনাকে সংবাদমাধ্যম জিজ্ঞাসা করেছিল, তিনি আগামী লোকসভা ভোটে লড়বেন কিনা? তখন কঙ্গনা বলেছিলেন, ‘শ্রী কৃষ্ণ কি𝄹 কৃপা রহি তো লড়েঙ্গে ’। অর্থাৎ যদি ভগবান কৃষ্🦩ণের আশীর্বাদ থাকে তো আমি লড়াই করব।'
তবে আবার চলতি বছরের শুরুতে নিজের এক্স হ্যান্ডেলে কঙ্গনা লেখেন, ‘আমি একজন সংবেদনশীল ও বিচক্ষণ মানুষ, রাজনৈতিক ব্যক্তি নই। আমাকে অনে💯কবার রাজনীতিতে যোগ দিতে বলা হয়েছিল, আমি দিইনি।’ তবে এবার সেই কঙ্গনাই রাজনীতিতে আসার এটাই সঠিক সময় বলে ভোটে লড়ার জল্পনা উসকে দিলে।
প্রসঙ্গত, অভিনয় কেরিয়ারের ক্ষেত্রে কঙ্গনা এই মুহূর্তে সত্য়িই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ৯ বছর ধরে তাঁর একের পর এক ছবি ফ্লপ। তবু এখনও নাকি একটা ছবি অভিনয় করতে নাকি ২৭ কোটি টাকা পারিশ্রমিক নেন কঙ্গনা রানাওয়াত। অথচ এই কঙ্গনাই একদিন কোনও নায়ক ছাড়াই একার করিশ্মাতেই ব্লকবাস্টার ছবি দিয়েছেন। তবে তাঁর সে😼ই দৌড় ছিল ২০১৫ সাল পর্যন্ত। কঙ্গনার শেষ সুপার হিট ছবি ‘তনু ওয়েডস মনু-২’। তারপর থেকে ৯ বছরে মোট ১০টি ছবিতে অভিনয় করেছেন কঙ্গনা। আর এই ১০টির মধ্যে ৫টি ফ্লপ এবং ৪টি বিপর্যয়। আর ১টি ছবি মোটামুটি সাফল্য পায়।
প্রসঙ্গত, খুব শীঘ্রই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। সৌজ🍸ন্যে তাঁর প্রযোজিত, পরিচালিত আগামী ছবি ‘ইমা🐟র্জেন্সি’।