দিওয়ালিতে বক্স অফিসে মহাধামাকা সলমনের। শুরুর দিনই ছক্কা হাঁকিয়েছে টাইগার ৩। দেশের বক্স অফিসে রবিবার ৪৪ কোটি টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয়দিনে লাফিয়ে বাড়ল সেই আয়। বক্স অফিস থেকে প্রাপ্ত প্রাথমিক পরিসংখ্যান বলছে সলমন-ক্যাটরিনা অভিনীত ছবি দ্বিতীয় দিনে ভারতে ৫০ কোটির গণ্ডি পার করল অচিরেই! আরও পড়ুন-‘ভয়ঙ্কর.🦩.’, টাইগার ৩ দেখতে গিয়ে হলের ভিতর বা𓆏জি ফাটাল সলমন ভক্তরা, চটলেন ভাইজান!
Sacnilk.com-এর তথ্যানুসারে সোমবার দেশজুড়ে মোট ৫৪.৬৭ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে টাইগার ৩-র, যা প্রশংসার দাবি রাখে। এক লাফে প্রায় ১০ কোটি টাকা বেড়েছে ছবির আয়। প্রথম দু-দিনের আয় মেলালে আপতত টাইগার ৩-র ঝুলিতে রয়েছে ৯৮ কোটি টাকা, যা হিন্দি ছবির ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা। মাত্র ২ কোটির জন্য সেঞ্চুরি করতে পারলেন না সলমন খা🦩ন।
প্রাথমিক পরিসংখ্যান মিলে গেলে দ্বিতীয় দিন আয়ের নিরিখে শাহরুখের ১০০০ কোটির জওয়ানকে পিছনে ফেলবেন সলমন খান। গত ৭ই সেপ্টেম্বর জন্মাষ্টুমীতে মুক্তি পেয়েছিল জওয়ান। দ্বিতীয় দিনে (৮ই সেপ্টಞেম্বর) দেশের বক্স অফিসে ৫৩ কোটি টাকা আয় করেছিল এই ছবি। সলমন সেই অঙ্ক পার করে দেবেন, এমনটাই মনে হচ্ছে। অন্যদিক দ্বিতীয় দিন পাঠান-এর কালেকশন ছিল ৭০ কোটি টাকা! প্রজাতন্ত্র দিবসের ছুটিতে গোটা দেশ হলমুখী হয়েছিল পাঁচ বছর পর বড়পর্দায় শ🐲াহরুখ ম্যাজিক দেখতে।
প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের ডেটা বলছে, প্রথম দিন বিশ্ব বক্স অফিসে ৯৪ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। অর্থাৎ🐼 শাহরুখের পথে হেঁটে সেঞ্চুরি হাঁকাতে পারেননি সলমন। তবে দ্বিতীয় দিন বিশ্ববাজারের আয় মেলা💛লে ১০০ কোটি ছুঁয়ে ফেলতে পারেন তারকা।
𝔉টাইগার ৩-র সঙ্গে ৬ বছর পর অবিনাশ রাঠোর ওরফে ভারতীয় গুপ্তচর টাইগারের চরিত্রে ফিরেছেন সলমন। সঙ্গী 'জোয়া' ক্যাটরিনা। ভিলেনের ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি। পরিচালকের আসনে মণীশ শর্মা। টাইগার ফ্রাঞ্চাইসির তিন নম্বর 🉐ছবি এটি।