একসময় বামমনস্ক বলেই পরিচিত ছিলেন সায়নী ঘোষ। তবে সেসবই🐭 এখন অতীত। গত বিধানসভার ভোটের আগে থেকেই সায়নীর নামের সঙ্গে জুড়ে যায় তৃণমূল কংগ্রেসের নাম। এই মুহূর্তে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন সায়নী। যে যাদবপুর একসময় বামেদের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল, সেই যাদবপুর এখ🌳ন তৃণমূলের দখলে। শেষ লোকসভা ভোটেও মিমি চক্রবর্তীর হাত ধরে যাদবপুর তৃণমূলের দখলেই ছিল। আর এবার সেই কেন্দ্রেই তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন সায়নী ঘোষ। এবারও কি সায়নী এই আসনটি তৃণমূলের দখলে ধরে রাখতে পারবেন?
‘য💎াদবপুর তো বামদুর্গ?’ প্রচারে নেমে এই প্রশ্নের মুখেই পড়তে হল সায়নী ঘোষকে। উত্তরে কী বললেন সায়নী?
নাহ, উত্তরটা দিতে সময় নেননি সায়নী ঘোষ। বলেন, ‘লাল কাপড়টা এখন শুধু বিরিয়ানির হাঁড়িতে দেখা যায়। এত যে লাল দুর্গ বলা হয়, সেটা শুধু সংবাদমাধ্যমেই রয়েছে। রেজাল্টে তার প্রতিফল হয় না।’ পরে ফের প্রশ্ন ছুড়ে সায়নী বলেন, ‘এত যে লাল দুর্গের কথা💜 বলেন, তবে তো বিধানসভা ভোটেই এর প্রতিফলন ঘটতে পারত। লোকসভা তো পরের কথা। দিল্লি দূর হ্যায়। মানুষ সিপিএমের থেকে এখন দূরে সরে গিয়েছে।’
সোমবার রাতে সায়নী যখন যাদবপুরে প্রচারে বের হন, তখন তাঁর পাশেই ছিলেন তৃণমূলের স্থানীয় কাউন্সিলর। হুড খোলা গাড়িতে রোড শꦆো করেন তিনি।ဣ