অবশেষে কর্মবিরতি মিটিয়ে কাজে ফিরতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। তবে আংশিক ভাবে। যদিও প্রতিবাদ চꦦলবেই। আরজি কর নিয়ে এখনও উত্তপ্ত♔ হয়ে রয়েছে বাংলার আবহাওয়া। পুজোর আর মাত্র কটাদিন বাকি তবুও যেন সেই উত্তেজনা নেই। তাও এসবের মধ্যে চিকিৎসকরা ধর্না তোলায় অবস্থার কিছুটা বদল হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এমন অবস্থায় দাঁড়িয়ে যে তারকারা আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমেছিলেন তাঁদের একহাত নিলেন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের এক নেত্রী।
আরও পড়ুন: OTT-র পর্দায় 'দুর্গা' রাজনন্দিনীর পাশে 'মহাদেব' রো꧟হন! অন্যান্য কোন চরিত্রে কাদে🌜র দেখা গেল?
আরও পড়ুন: ‘নিজে আইনজীবী হয়েও ꦏঅত উকিল রেখেছেন কেন?’ RG Kar কাণ্ডে মমতাকে তোপ শ্রীলেখার
কী ঘটেছে?
এদিন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেত্রী ( অন্তত তাঁর এক্স হ্যান্ডেল তাই বলছে) সিলভিয়া রিমি মুখোপাধ্যায় একটি পোস্ট করেন। সেখানেই তিনি সমস্ত প্রতিবাদের তারকাদের নামের বিকৃতি ঘটান। যেমন শ্রীলেখা তাঁর পোস্টে হয়ে গিয়েছেন শিরি লেখা, অরিত্র দত্ত বণিক হয়েছেন অরিত্র বাবু পেছন পাকা, বং গাই♓ ওরফে কিরণ দত্ত হয়েছেন গাই দোয়ানো বং, বাঁকুড়া মিমসের উন্মেষ গঙ্গোপাধ্যায় হয়েছেন উনি মেষ ইত্যাদি।
এই সকল তারকাদের কটাক্ষ করে তিনি লেখেন, 'সবচেয়ে বেশি আন্দোলন উঠে যাওয়ায় দুঃখ কারা পেয়েছে? ১. আগুন বাবু রেডিও , ২. অরিত্র বাবু পেছন পাকা , ৩. শিরি লেখা মাসি , ৪. স্বস্তির 🌊কাকিমা , ৫. চটি বিক্রেতা দেবলীনা , ৬. গাই দুয়োনো বং , ৭. উনি মেষ , আসুন এনাদের শোকস্তব্ধ হৃদয়ের জন্যে একটু নীরবতা পালন করি।'
এই পোস্টে অনেকে যেমন তাঁকে সমর্থন করেছেন তেমন অনেকে আবার কটাক্ষ করেছেন। এক ব্যক্তি লেখেন, 'দুঃখ তাঁদের হচ্ছে, যাঁরা অভয়ার পাশে আছে, আর আনন্দ তাঁদের হচ্ছে যাঁরা এঁদের ভয় পেয়েছে। যে সমস্ত মেয়েরা এই আন্♛দোলনকে উপহাস করছেন তাঁদের একটাই কথা বলতে চাই ঘুটে পোড়ে আর গোবর হাসে। কে বলতে পারে আজ অভয়ার বাবা - মা যেমন কাঁদছেন কাল সে🐻টা আপনারও জীবনে আসতে পারে। সতর্ক হন।' আরেকজন লেখেন, 'মানুষ কত নির্লজ্জ আর বেহায়া হতে পারে এদের দেখলে বোঝা যায়। ঘেন্না করে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আন্দোলন উঠে গেছে কে বলল?'