কয়েকদিন আগের ঘটনা, গিটার বাজিয়ে চরম ট্রোল হয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ট্রোল হꦑয়ে বেজায় চটেওছিলেন। আর এবার, সেসব ভুলে বরানগরবাসীর জন্য সুখবর শোনালেন সায়ন্তিকা। কিন্তু কী সেই সুখবর?
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অতি দ্রুত ডানলপে তৈরি হতে চলেছে ফুট ব্রিজ। ৩ সেপ্টেম্বর, মঙ্গলবার সায়ন্তিকা এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানান, ‘একটা সুখবর আছে সকলের জন্য। বিধানসভার অধিবেশন চলাকালীনই আমি ডানলপ ফুটব্রিজ নির্মাণের প্রস্তাব দিয়েছিলাম সকলের জন্য। চেয়ারম্যান আমায় জানান, KMDA কর্মীরা আসবেন তার ꦡইন্সপেকশনে। আশাকরি খুব শীঘ্রই ফুটব্রিজ নির্মাণের কাজ শুরু হবে, বরানগরের বহু মানুষ উপকৃত হবেন।’
বিষয়টি নিয়ে তৃণমূল বিধায়ককে ধন্যবাদ জানিয়েছে রাজ্য সরকারও। সায়ন্তিকার কথায়, সরকার বিষয়টির গুরুত্ব বুঝে তৎপরতার সঙ্গে যে প্রস্তাবটি গ্রহণ 💝করেছে, তাতে আমি আপ্লুত।
বরাহনগর উপ নির্বাচনে জেতার পরপরই ‘পাশে আছে সায়ন্তিকা’🉐 কর্মসূচি চালু করেছিলেন বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মানুষ যাতে নিজেদের সমস্যার কথা তাঁকে জানাতে পারেন, সেকারণে তিনি এই কর্মসূচি চালু করেছিলেন। এমনক𒅌ি এই কর্মসূচিতে সায়ন্তিকা একটা কিউআর কোডও দিয়েছিলেন, যাতে ফোন করে এলাকাবাসী নিজের সমস্যার কথা জানাতে পারেন।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই আরজি কর নিয়ে প্রতিবাদ মঞ্চে গিটার বাজিয়ে রীতিমতো ‘লোক হাসিয়েছিলেন’ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো উঠে আসতেই তীব্র ট্রোলের মুখে পড়েন 🦋অভিনেত্রী-বিধায়িকা। এখানেই শেষ নয়, RG Kar ইস্যু নিয়ে তাঁর অভিযোগ ছিল, মিডিয়াকে কিনে নিয়ে বিরোধিরা ভুয়ো খবর ছড়াচ্ছে। আর এই দাবিতে সায়ন্তিকার বার্তা ছিল, ‘আগে ওরা নিজেরা নির্বাচিত হয়ে আসুক, তারপর তো মমতার সরকার উলটে দেবে। সোশ্যাল মিডিয়ায় বসে ফেক নিউজ ছড়িয়ে কী হবে? সত্যিটা সত্যিই থাকবে।’ যদিও এই মন্তব্যের কারণেও কিছু কম ট্রোল হতে হয়নি সায়ন্তিকাকে।