ভাঙরের রাস উৎসবে গানের লড়াই জমালেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সংসদরা। যোগ দিয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, যাদবপুরেﷺর এবারের নবনির্বাচিত সাংসদ সায়নী ঘোষ, জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল, সোনারপুর দক্ষিণের লাভলি মৈত্ররা। ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফেরদৌসি বেগমও।
কী ঘটেছে?
৭৩ তম তাড়দহ রাস উৎসব অনুষ্ঠিত হল। শনিবার এই উৎসবের সূচনা ঘটে। আর ভাঙর এলাকার সেই রাস উৎসবেই উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সাংসদরা। এদিন তাঁদের ম🎃ঞ্চে গানের লড়াই করতে দেখা যায়। গানের অনুরোধ আসেনি দর্শকদের থেকে। তবুও গান শোনালেন লাভলি-সায়নী-প্রতিমারা। বাদ গেলেন না সোনাপুর উত্তরের বিধায়ক ফেরদৌসি বেগমও। একজন একটি গান করেন তো, আরেকজন আরেকটি। তৃণমূল নেতাদের পর এদিনের অনুষ্ঠান মাতিয়ে তোলেন জোজো। তাঁর গানে যেন গোটা অনুষ্ঠান আলাদা মাত্রা পায়।
আরও পড়ুন: জ্যোতিষীಞর পরামর্শেই মেঘ হয়েছিল ধী, কেবল ছেলে নয়, নাম পাল্টানোর বুদ্ধি শিলাজিৎকেও! গায়ক বললেন...
এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে শওকত মোল্লা বলেন, 'এই রাস উ▨ৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই মানুষের মধ্যে উন্মাদনা দেখা যায়। দেখতে দেখতে ৭৩ বছর হয়ে গেল। আমাদের কাছে অত্যন্ত আনন্দের এটা। আমি মন্দির কমিটিকে শুভেচ্ছা জানাচ্ছি।'
চলতি বছরের 15 এবং 16 নভেম্বর রাস উৎসব ছিল। কার্তিক পূর্ণিমায় মূলত এই উতসব অনুষ্ঠিত হয়। নবদ্ব🉐ীপ সহ বাংলার একাধিক জায়গায় ধুমধাম করে রাস মেলা উদযাপিত হয়। ভাঙরও তার ব্যতিক্রম নয়।