আরজি কর কাণ্ডের তদন্ত এখনও চলছে। বিচার কবে পাবে নির্যাতিতা তার দিকে তাকিয়ে সকলে। এমন অবস্থায় এই ঘটনা নিয়ে সিনেমা বানালেন তৃণমূল কংগ্রেসের নেতা প্রান্তিক চক্রবর্তী। তাতে আবার নায়িকা রাজন্যা হালদার! এমন দল বিরোধী কাজ করায় দুজনকেই সাসপেন্ড ক🌳রা হল দল থেকে।
আরও পড়ুন: ফের বাবা হচ্ছেন আরমান! ঘরে আসছে পঞ্চম সন্তান, কোন স্ত্রী অন♚্তঃসত্ত্বা 𝓰হলেন ইউটিউবারের?
কী ঘটেছে?
এদিন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষ🔯দের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, 'পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ এতদ্বারা জানাচ্ছে যে প্রান্তিক চক্রবর্তীকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট পদ থেকে সাসপেন্ড করা হল। একই সঙ্গে যাদবপুর ডায়মন্ড হারবার জেলা তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট রাজন্যা হালদারকেও সাসপেন্ড করা হল দল বিরোধী কাজ করায়। ডিসিপ্লিনারি কনীতি যতদিন না কোনও সিদ্ধ꧒ান্তে পৌঁছচ্ছে ততদিন এই সাসপেনশন বহাল থাকবে।'
প্রসঙ্গত এদিন এই ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে বইছে কটাক্ষের বন্যা। এক ব্যক্তি এদিন এই ছবির পোস্টারের কটাক্ষ করে লেখেন, 'একটা বিচারাধীন বিষয় নিয়ে যখন সবার সামনে আলোচনা করা যায় না, এমনকি লাইভ স্ট্রিমিং, ⛦ভিডিয়োগ্রাফি সবেতেই উত্তর আসে 'না' ― তখন সেই বিষয়ে আদ্যোপান্ত 'নাম' নিয়ে কিভাবে তৈরি হয় সিনেমা!এতটা দুঃসাহস হয় কিভাবে?' আরেকজন লেখেন, 'মোড় ঘোরাতে ওস্তাদ। রাজন্যা ডাক্তার! আদালতে বিচারাধীন বিষয়ে সিনেমা!' মুখ খুলেছেন কুণাল ঘোষও।
আরও পড়ুন: 'ভেবেই নিয়েছিলাম হাত থেকে চলে গেল...' পেয়েও কেন রাজনন্দিনীর কাছ থেকে ফসকে🀅 যাচ্ছিল দুর্গা হওয়ার সুযোগ?
কী জানালেন কুণাল ঘোষ?
এদিন কুণাল ঘোষ তাঁর ফেসবুক পোস্টে লেখেন, 'আরজি কর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্ট ফিল্মের খবর এসেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। আমরা তিলোত্তমার ঘটনার ন্যায়বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী। যে কোনও ব্যক্তির স্বাধীনতা আছে সৃষ্টিতে। কিন্তু তদন্তাধীন এই মর্মান্তিক ঘটনাকে দলের সঙ্গ🦹ে জড়িত কেউ যদি ছবির প্রচারে ব্যবহার করে, দল তার দ🉐ায়িত্ব নেবে না। দল এবিষয়ে কোনও অনুমতি দেয়নি, দল জানত না। যে বা যারা এর সঙ্গে জড়িত, খতিয়ে দেখে, কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে বলা হয়েছে।'