একদিকে যখন আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা বাংলা। তখনই মালায়লাম ইন্ডাস্ট্রির যৌন নিগ্রহের ঘটনা হেমা কমিটি ফাঁস করে দেওয়ার পর বাংলা বিনোদন জগতের একাধিক অভিনেত্রীরাও তাঁদের সঙ্গে ঘটা অনভিপ্রেত ঘটনা নিয়ে মুখ🐭 খুলেছেন। এবার তাঁর নিরপত্তার স্বার্🦋থে সুরক্ষা বন্ধু নিয়ে এল ফেডারেশন। প্রসঙ্গত এই বিষয়ে কিছুদিন আগেই ইম্পা, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন এবং টেলি অ্যাকাডেমির চেয়ারম্যানকে চিঠি দেয় ওমেন্স ফোরাম ফির স্ক্রিন ওয়ার্কার্স।
আরও পড়ুন: '১০ লাখের লটারি', ভাইঝি হওয়ার খব✨র পেতেই দাবি লাফটারসেনের! মজার ছলে সমাজকে আয়না দেখালেন নিরঞ্জন
কী জানা গিয়েছে সুরক্ষা বন্ধু প্রসঙ্গে?
টলিউডে যে কোনও রকমের যৌন হেনস্থা𒁃 এবং যৌন নিগ্রহের ঘটনা আটকাতে সুরক্ষা বন্ধু তৈরি করল ফেডারেশন। তাঁদের তরফে এই কমিটি গঠনের বিষয়টা কলকাতা পুলিশের মুখ্য নগরপাল এবং ডিরেক্টর জেনারেলকে জানানো হয়েছে। এই বিষয়ে কলকাতা পুলিশের সাহায্য পাবেন বলেও আশাবাদী তাঁরা। জানা গিয়েছে প্রতিটা কেসের বিষয় নিয়ে অভিযোগ দায়ের করা হবে। এবং যে মহিলা ও হিযোগ জানাবেন তাঁকে আইনি বা আর্থিক সাহায্য করা হবে ফেডারেশনের তরফে।
এই বিষয়ে স্বরূপ বিশ্বাস কী জানিয়েছেন?
ফেডারেশনের প্রেসিডেন্ট সুরক্ষা বন্ধু প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, 'ইন্ডাস্ট্রির কয়েকজন অভিনেত্রী, কলাকুশলীদের কাছ থেকে বিব্রতকর, লজ্জাজ🦂নক, অনৈতিক অভিযোগ উঠেছে। তাঁদের অভিযোগ অনুযায়ী যে অশালীন ব্যবহার করা হয়েছে তাঁদের সঙ্গে সেটা কখনই সমর্থনযোগ্য নয়।' তিনি জানিয়েছেন বিভিন্ন গিল্ডের মহিলা সদস্যদের নিয়ে ফেডারেশ𒉰ন এই কমিটি গড়ছে যাতে কাজ করতে গিয়ে কোনও সমস্যার সম্মুখীন হলেই তাঁরা যেন সুরক্ষা বন্ধুতে অভিযোগ জানাতে পারেন, সে হয় লিখিতভাবে নইলে ইমেলের মাধ্যমে।