🌜 মঙ্গলবার ইউজিসি নেট পরীক্ষার দিন নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। এদিকে, এই জমায়েত ঘিরে ইতিমধ্যেই আশান্তির আভাস পেয়েছে পুলিশ-প্রশাসন। এখানেই শেষ নয়, বিজেপি ও আরএসএসের পক্ষ থেকেই যে মূলত এই মিছিলের আয়োজন, মত একাংশের। শুভেন্দু অধিকারীর একটি ভিডিয়োও ভাইরাল (যা খতিয়ে দেখেনি হিন্দুস্তান টাইমস বাংলা), যেখানে গুলি চালানোর ভবিষ্যৎ বাণী করছেন বিজেপি নেতা। ফলে জনমানসে ছড়িয়েছে বিভ্রান্তি। আর এবার এই মিছিলে যোগ না দেওয়ার আর্জি জানালেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
♛আরজি কর নির্যাতিতার হয়ে প্রতিবাদে সামিল হওয়া দল, যারা রাত দখলের আর্জি নিয়ে হাজির হয়েছিলেন, তাদেরই একটি পোস্টার শেয়ার করলেন ঋত্বিক ইনস্টাগ্রাম স্টরিতে। যেখানে লেখা রয়েছে, ‘আজ ২৭ অগস্ট ছাত্র সমাজের নবান্ন অভিযান যারা ডেকেছে, তারাই বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির পর মালা পরায়, কাঠুয়াতে আর উন্নাওতে ধর্ষকদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে মিছিল বের করে, এরাই ব্রিজভূষণ সিং-এর ঢাল হয়ে কুস্তিগীরদের আন্দোলনকে দমন করে, আর হাথারাসে নির্যাতিতার নিথর শরীরকে পুরিয়ে দেয় প্রমাণ লোপাটের জন্য। মনিপুরে প্রশাসনের মদতে গন-ধর্ষণ সংগঠিত করে।’
আরও পড়ুন:🌞 ভাইয়ের ডিভোর্সের ১০ বছর পর মুখ খুলল সুনয়না! হৃতিক-সুজনের আলাদা হওয়া নিয়ে কী বলল
আরও পড়ুন: 🅺টাকার জন্য RG Kar নির্যাতিতাকে নিয়ে ভিডিয়ো বানাচ্ছেন? ট্রোলে কড়া জবাব বং গাই-এর
𝕴‘ধর্ষণ সংস্কৃতির ধারক-বাহক’ বলে আরএসএস-বিজেপিকে উল্লেখ করা এই বিবৃতিতে আরও লেখা রয়েছে, ‘যেভাবে পশ্চিমবঙ্গে ধর্ষণের বিরুদ্ধে মিছিল সংগঠিত করছে, সেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এদের মিছিল সংগঠিত করতে দেখা যায় না। নিজেদের গদি দখলের স্বার্থস্বিদ্ধি করার জন্য এরা সাধারণ মানুষের ক্ষোভকে ব্যবহার করে, আমাদের জীবন বিপন্ন করতে পারে।’
আরও পড়ুন: 🔯‘গলা কেটে…’! এমার্জেন্সির জন্য প্রাণে মারার হুমকি দেওয়া হল কঙ্গনা রানাওয়াতকে
🧸প্রথম থেকেই ঋত্বিক চক্রবর্তী আরজি করে ৩১ বছর বয়সী ডাক্তারের খুন ও ধর্ষণ নিয়ে সরব হয়েছেন। প্রশাসনের দিকে সরাসরি আঙুল তুলেছেন তিনি রাজ্যের পয়লা সারিতে থাকা এই মেডিকেল কলেজের ভিতরের দুর্নীতির যে খবর উঠে আসছে না নিয়ে। এমনকী, যখন কদিন আগে সৌরভ গঙ্গোপাধ্যায় ধরি মাছ না ছুঁই পানি করে এটিকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা হিসেবে উল্লেখ করেছিলেন, তখনও এক হাত নেন। দ্বিধা করেননি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলতে। পথে নেমে প্রতিবাদেও সামিল হয়েছেন।