বর্তমানে টিআরপি তালিকায় কড়া ট🤡ক্কর দিচ্ছে স্টার জলসা সন্ধ্যাতারা সিরিয়ালটি। একদম শুরু থেকেই এই সিরিয়ালের কনসেপ্ট মনে ধরেছিল দর্শকদের। বর্তমানে যেখানে বেশিরভাগ সিরিয়ালেই একটা ছেলেকে নিয়ে টানাটানি করে দুই বোন, সেখানে এই ধারাবাহিক দেখাচ্ছে এক বোনের জন্য আরেকজনের স্বার্থত্যাগ। গত সপ্তাহেও ৭.৬ টিআরপি রেটিং পেয়ে তিন নম্বরে ছিল এই মেগা।
‘এই পথ যদি না শেষ হয়’ খ্যাত অন্বেষা হাজরাকে দেখা যাচ্ছে এই ধারাবাহিকে সন্ধ্যার চরিত্রে। আর তার বোন তারা হয়েছে অমৃতা দেবনাথ। ছবির হিরো আকাশনীলের চরিত্রে নতুন মুখ সৌরজিত বন্দ্যোপাধ্যায়। তবে খুব জলদি এই ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন বাংলা ছোট পর্দার আরেক খ্যা𓆉তনামা মুখ, শিঞ্জিনী চক্রবর্তী। ‘উমা’ সিরিয়ালে নায়িকা হয়ে অভিনয়ে পা রেখেছিলেন তিনি। তবে তারপর থেকেই একেবারে ভিলেন। পঞ্চমী ধারাবাহিকে এর আগে তাঁকে কালনা✱গিনী হিসেবে দেখেছে দর্শক। আর এবার সন্ধ্যাতারা-তে আসছেন ‘নয়ন তারা’ হয়ে।
ধারাবাহিকের গল্প অনুসারে, সন্ধ্যা জানতে পেরে যায় বিয়ের আগে তাঁর বরের সম্পর্ক ছিল তারা নামের কারও সঙ্গে। এমনকী শ্বশুরবাড়ি থেকে সন্ধ্যার মাথায় ঢুকনোর চেষ্টা করা হয়, এই তারা আর কারও নয়, তার বোনই। কিন্তু মানতে রাজি নয় সন্ধ্যা। বোনের উপর যে তা💦র অগাধ বিশ্বাস। এদিকে আকাশনীল নিজেও পরিস্থিতি সামাল নিয়ে বলে তারা নামে সে তার আগের প্রেমিকাকে ডাকলেও, আসলে সেই মেয়েটির নাম ছিল নয়নতারা। আর তাই মিথ্যে তারা ওরফে নয়নতারা হয়ে আসছেন শিঞ্জিনী।
শিঞ্জিনী কিন্তু খুব জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে। শুধু তাই নয়, কালনাগিনী হয়ে তাঁর শয়তানি বেশ পছন্দ করেছেন দর্শকরা পঞ্চমꦫীতে🌃। তাই আশা করা যাচ্ছে, সন্ধ্যাতারাতেও টিআরপি বাড়াতে সাহায্য করবেন। এতদিন এই মেগায় গ্ল্যামারাস ভিলেন-এর বড়ই অভাব ছিল। আজকাল আবার হিন্দির মতো বাংলা ধারাবাহিকেও নায়িকার থেকে খলনায়িকারাই হন বেশি ফ্যাশনেবল, কেতাদুরস্ত। টিপটপ সেজেগুজে নায়িকার পথের কাঁটা হন প্রতি পদক্ষেপে!
জুন মাস থেকে শুরু হয়েছে সন্ধ্যাতারা। ওই একই দিনে শুরু হয়েছিল জি-তে ফুলকিও। দুটো ধারাবাꦺহিকের সম্প্রচারের সময়ই সন্ধ্যা ৭.৩০। শুরু থেকেই স্লট দখলে রেখেছে ফুলকি। টিআরপি বাড়াতে পারলেও, সন্ধ্যাতারা টপকে যেতে পারেনি ফুলকির নম্বর। নতুꦆন আসা টুইস্টে সেই কার্যসিদ্ধি হয় কি না, এখন সেটাই দেখার।