সদ্য বেসরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বাংলার কিংবদন্তি পরিচালক প্রভাত রায়। দিন 🍸দুই আগেই পরিচালকের জন্মদিনে সোশ্যাল মিডিয়ার পাতায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন মেয়ে একতা ভট্টাচার্য। পরিচালককে ‘বাবি’ বলে ডাকেন একতা। কেমন আছেন পরিচালক? সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভালো আছেন। এবছর বাড়িতেই ছ🅰িলেন তিনি। ডায়ালিসিস চলছে।
দীর্ঘ পোস্টে ‘মেয়ে’ একতা ভট্টাচার্য লিখেছেন, ‘অন্য কিছু চাইনা তোমার থেকে। শুধু আমার কাছে আরও অনেক বছর থেকো। আমার আদুরে বাচ্চাটা হয়েই থেকো। ধন্যবাদ সমস্ত অদ্ভুত ডাকনাম দেওয়ার জন্য। বাবি থেকে বাবলা থেকে হওয়ার জন্য ধন্যবাদ। আমার জীবনের অংশ হওয়ার জন্য ধন্যবাদ। শুধুমাত্র আমি জানি তুমি আমার জীবনে কতটা বিশেষ। বইপ্রকাশ, পার্টি, সেলিব্রেশন সব হবে। আগে তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও’। আরও পড়ুন: ‘খুব কঠিন সিদ্ধান্ত ছিল...’, কাজ থেকে দূর🐽ে সরে যাওয়া নিয়ে কী বললেন সামান্থা
‘একতা ক্রিয়েটিভ টেলস’-এর কর্ণধার আরও লিখেছেন, ‘জানো বাবি, আমি যখন কারও থেকে আঘাত পাই বা আমার চারপাশে যখন বড্ড ঝড় ওঠে আমার বাবা-মায়ের পর ঠিক তোমার কাছেই ছুটে যাই। তুমি যখন মাথায় হাতটা রেখে বলো, ‘সব ঠিক হয়ে যাবে বাবি’ বা ‘ছিঃ বাবলা! তুমি অত সাহসী আর আজ এটুকুতে ঘাবড়ে যাচ্ছ!’ অদ্ভুত ভাবে মনের জোর ১০০ গুণ বেড়ে যায়।’ ৬ মার্চের পোস্টে আরও লিখেছেন, 'একবছর আগে আজকের দিনে হাসপাতালে ছিলে। ℱতোমার হাত ধরে কথা দিয়েছিলাম, তোমাকে কোনও দিন একা ছাড়ব না। আজ আবারও বলছি, তোমার হাত আমি ছাড়ছি না।’
ফেব্রুয়ারির শেষের দিকে প্রায় দু-সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক। বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দিন কয়েক আগে ঠান্ডা লেগে জ্বর আসে তাঁর। শ্বাসকষ্টের সমস্যা শুরু হলে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রভাত রায়কে। শ্বাসকষ্টের সঙ্গে বুকে ফ্লুইড জমে যাওয়া, বুকে সংক্রমণ ও ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার সমস্যা রয়েছে বলে জানান🐎ো হয়েছিল। প্রাথমিক বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা ও চিকিত্সার পর থেকে শুরু হয়েছিল ডায়ালিসিস।
স্ত্রীর মৃত্যুর পর নিঃসঙ্গ প্রভাত রায়ের দেখভালের দায়িত্ব নিয়েছেন একতা। বর্ষীয়ান পরিচালককে বাবা বলে𝔉ও ডাকেন তিনি। পরিচালকের কাছেও একতা তাঁর মেয়ের মতোই।
গত বছরও উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে প্রবীণ পরিচালক প্রভাত রায়কে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেই সময় প্রেমেন্দু বিকাশ চাকী ও হরনাথ চক্রবর্তী তাঁর চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। প্রায় দেড় সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকꦉার পর ছেড়ে দেওয়া হয়েছিল পরিচাജলককে।