গত কয়েক সপ্তাহ ধরেই TRP-র লড়াই বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল স্টার জলসা। তবে ধীরে ধীরে ছন্দে ফিরছে জি বাংলা। 🌞বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের সাপ্তাহিক রিপোর্ট কার্ড প্রকাশের দিন। অধীর আগ্রহে এই টিআরপি রিপোর্টের জন্য অপেক্ষা করেন ফ্যানেরাও। চলতি সপ্তাহে কে এগিয়ে থাকল টিআরপির দৌড়ে? চলুন দেখে নি।
এই সপ্তাহেও সেরার আসন ধরে রাখল ‘গাঁটছড়া’। দ্যুতির প্রেগন্যান্সির নাটক, রাহুলের আসল রূপ প্রকাশ্যে আসা, খড়ির প্রꦦতি ঋদ্ধিমানের টান- সব নিয়ে জমে উঠেছে স্টার জলসার এই ধারাবাহিক। তাই শত চেষ্টা করেও ‘মিঠাই’রানি কিছুতেই পুরোনো জায়গা ফির🐭ে পেতে পারছে না। এই সপ্তাহে ১০ রেটিং নিয়ে শীর্ষস্থানে ‘গাঁটছড়া’, অন্যদিকে ৯.৫ নম্বর নিয়ে দু-নম্বরে থাকল মিঠাই। বেঙ্গল টপার হতে না পারলেও চ্যানেল সেরা মোদক পরিবার।
গতবারের মতো এবার তৃত♛ীয় আলতা ফড়িং, অন্যদিকে টিআরপি লড়াই বেশখানিকটা এগিয়ে এসেছে উমা। চলতি সপ্তাহে ৮.৫ নম্বর নিয়ে চতুর্থ জি বাংলার এই ধারাবাহিক⛦। পাঁচ নম্বরে থাকল দিব্যজ্যোতি-স্বস্তিকার ‘অনুরাগের ছোঁয়া’। বিয়ের টুইস্টে বাজিমাত করেছে এই সিরিয়াল তা বলাই যায়।
এক নজরে দেখে নিন সেরা দশের তালিকা-
গাঁটছড়া- ১০.০ (প্রথম)
মিঠাই- ৯.৫ (দ্বিতীয়)
আলতা ফড়িং- ৯.১ (তৃতীয়)
উমা- ৮.৫ (চতুর্থ)
অনুরাগের ছোঁয়া- ৮.৪ (পঞ্চম)
মন ফাগুন- ৮.২ (ষষ্ঠ)
গৌরী এলো- ৮.২ (ষষ্ঠ)
আয় তবে সহচরী- ৮.১ (সপ্তম)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.৯ (অষ্টম)
পিলু- ৭.৬ (নবম)
ধুলোকণা-৭.০ (দশম)
তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল প্রথম♈ সপ্তাহের রিপোর্ট কার্ডে ‘গোধূলি আলাপ’-এর রেটিং। স্টার জলসার এই নতুন সিরিয়াল মাত্র ৩.৯ নম্ব﷽র পেয়েছে। শেষ সপ্তাহেও তুড়ি মেরে এই সিরিয়ালকে জাস্ট উড়িয়ে দিয়েছে অপরাজিতা অপু (৫.২)। অসমবয়সী প্রেমের গল্প সন্ধ্যা ৬টার স্লটে কি পছন্দ করছে না দর্শক? উত্তর পেতে হয়ত আর কয়েকটা সপ্তাহ অপেক্ষা করবে চ্যানেল কর্তৃপক্ষ।