বৃহস্পতিবার মানেই সিরিয়াল পাড়ায় চাপা টেনশন। তবে এ সপ্তাহে গুড়ি পারওয়ার জন্য একদিন দেরিতে প্রকাশ্যে এল টেলিভিশন তারকাদের সাপ্তাহিক রিপোর্ট কার্ড। টিআরপি তালিকায় এই সপ্তাহেও বিরাট কোনও বদল নেই। আইপিএল ও লোকসভা ভোটের জোড়া ফলায় বিদ্ধ পর্ণা-ফুলকিরা। কিন্তু বেঙ্গল টপার হওয়ার দৌড়ে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে না-রাজ। আরও পড𓆏়ুন-'শ্বেতাই আমার লাকি চার্ম', সদ্য বাবা হয়েছে সৃজন; মেয়েকে সামলাতে প্রস্তুত TRP টপার রুবেল?
সদ্য ৩০০ পর্ব পার করেছে ‘ফুলকি’। সিরিয়ালের নতুন ট্র্যাক হাঁ করে গিলছে দর্শক। ফুলকিকে বাঁচাতে ফের বক্সিং রিং-এ ফিরবে রোহিত। দারুণ খুশি ফুলকি ভক্তরা। অন্যদিকে পিকলুক❀ে বাঁচাতে অন্তঃসত্ত্বা পর্ণার লড়াই এবং দত্ত বাড়িতে নতুন অতিথির আগমনের প্রোমোতে সুপারহিট নিম ফুলের মধু। উনিশ-বিশের লড়াইয়ে গত সপ্তাহের পর এই সপ্তাহেও ൩সেরার আসন ধরে রাখল সৃজন-পর্ণা। ৭.৭ রেটিং পয়েন্ট নিয়ে বেঙ্গল টপার নিম ফুলের মধু।
নতুন বাংলা বছরের আগে এর চেয়ে বড় খুশির খবর আর কী বা হতে পারে রু🅺বেল-পল্লবী ভক্তদের কাছে। মাত্র ০.১ নম্বরে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। রোহিত এবং ফুলকির গল্প পকেটে পুরেছে ৭.৬ নম্বর। পিছিয়ে নেই জ্যাস-স্বয়ম্ভূরাও। ৭.৫ নম্বর নিয়ে তিন নম্বরে জি বাংলার ‘জগদ্ধাত💝্রী’। তবে জগদ্ধাত্রীর মহাপর্বের রেটিং আরও বেশি। ওইদিন ৭.৮ নম্বর ঘরে এনেছে ব্লুজ প্রোডাকশনের মেগা।
বিগত কয়েক সপ্তাহে দর্শকদের চমকে দিয়ে টিআরপি তালিকায় উপরের দিকে উঠে এসেছে স্টার জলসার ‘গীতা এল.এল.বি’। চ্যানেল সেরা হলেও এই সপ্তাহেও সেরা তিনে জায়গা করে নিতে পারল না গীতা। চার নম্বরে থাকা গীতা এলএলবি-র দখলে রয়েছে ৭.০ নম্বর। রুবেল শীর্ষস্থানে যেমন রয়েছেন, তেমন পিছিয়ে নেই তাঁর মনের মানুষ শ্বেতাও। ‘কোন গোপনে মন ভেসেছে’ এই সপ্তাহে পঞ্চম🥂 স্থান দখল করল টিআরপি তালিকায়।
এক নজরে সেরা ১০-এর তালিকা-
প্রথম- নিম ফুলের মধু (৭.৭)
দ্বিতীয়- ফুলকি (৭.৬)
তৃতীয়- জগদ্ধাত্রী (৭.৫)
চতুর্থ- গীতা এলএলবি (৭.০)
পঞ্চম- কোন গোপনে মন ভেসেছে (৬.৯)
ষষ্ঠ- কথা (৬.৪)
সপ্তম- অনুরাগের ছোঁয়া - (৫.৯)
অষ্টম- জল থই থই ভালোবাসা- - (৫.৬)
নবম- বঁধুয়া- (৫.২)
দশম- কার কাছে কই মনের কথা (৫.৪)
এ সপ্তাহেও চমক আর স্থান ধরে রাখল ‘কথা’। অল্প সময়ের মধ্যেই এই সিরিয়াল দর্শকদের নজর কেড়েছে। চলতি সপ্তাহে কথা এবং অগ্নিভর গল্প রয়েছে ষষ্ঠস্থানে। ‘অনুরাগের ছোঁয়া’র নম্বর এই সপ্তাহে সামান্য বাড়লেও সপ্ত♕ম স্থানেই আটকে থাকল সূর্য-দীপা। দর্শক এই সিরিয়াল থেকে মুখ ফেরাচ্ছেন কি না, তা নিয়েও প্রশ্ন 🌃উঠেছে।
জ🌟ি বাংলায় নতুন শুরু হওয়া ধারাবাহিক যোগমায়া এই সপ্তাহে পেয়েছে মাত্র ৩.২। বলাই যায়, ‘তোমাদের রানি’র বিপরীত এই মেগাকে অনেকেই ফ্লপ তকমা দিচ্ছেন। এই সপ্তাহ থেকে জি বাংলার স্লটে ব্যাপক রদবদল হয়েছে। মিলি শেষ হয়েছে, সে জায়গায় হরগৌরীর নতুন প্রতিপক্ষ মিঠিঝোরা। আর মিঠিঝোরা-র জায়গায় (সাড়ে ৯টা) আসছে কার কাছে কই মনের কথা। গীতাকে টক্কর দিতে জি কর্তৃপক্ষর বাজি অষ্টমী। এর প্রভাব টিআরপি তালিকায় কতদূর কী পড়বে সেটা আপতত সময় বলবে।