মে দিবস উপলক্ষ্যে ছুটি থাকায় একদিন দেরিতে এল টিভি তারকাদের সাপ্তাহিক রিপোর্ট কার্ড। শুক্রℱবার প্রকাশ্যে এসেছে টিআরপি লিস্ট, যা দেখে চোখ ছানাবড়া হওয়ার জোগাড়। ভোট আর আইপিএলের জেরে সার্বিকভাবে বাংলা সিরিয়ালের বেহাল দশার ছবিটা এদিন স্পষ্ট। ৭-এর ঘরে নম্বর এসেছে কেবলমাত্র বেঙ্গল টপারের, বাকি কেউ সেই অঙ্ক ছুঁতে পারেনি। যা মোটেই আশার আলো দেখাচ্ছে না নির্মাতাদের।
গত সপ্তাহে যৌথভাবে বেঙ্গল টপার হয়েছিল ‘নিম ফুলের মধু’ ও ‘ফুলকি’। কিন্তু এই সপ্তাহে পর্ণা-সৃজনদের হেলায় হারিয়ে এক নম্বরে ফুলকি। হালে বেশ কয়েক বছর এগিয়েছে নিম ফুলের মধুর গল্প। পর্ণা-সৃজনের মেয়ে পুঁটিকে ঘিরেই এখন এগোচ্ছে কাহিনি। এই বদল কি পুরোপুরি মনে ধরল না দর্শকদের? 🤪চলতি সপ্তাহে বেঙ্গল টপার ফুলকির নম্বর ৭, নিম ফুলের মধুর ঝুলিতে 𝕴এসেছে ৬.৮ নম্বর। এইবার টিআরপি লিস্টে চমক রইল কথার তরফে। ১৫+ টিআরপিতে পিছিয়ে থাকলেও ২+ টিআরপিতে স্লট লিডার সুস্মিতা-সাহেব অভিনীত মেগা। এবার কি খেলা ঘুরল?
না, আপতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে টিম জগদ্ধাত্রী। ৬.৭ রেটিংꦜ নিয়ে তিন নম্বরে রয়েছে জ্যাস-স্বয়ম্ভূ, তবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কথা। মাত্র ০.৩-এর ব্যাবধানে চতুর্থস্থানে সন্তুষ্ট থাকতে হল এই মেগাকে। যৌথভাবে পঞ্চম স্থান দখল করেছে কোন গোপনে মন ভেসেছে এবং গীতা এলএলবি। দুই সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর ৬.৩। কোন গোপনে মন ভেসেছে-র মহাপর্বের রেটিং আরেকটু বেশি (৬.৬)।
এক নজরে সেরা দশের তালিকা
প্রথম- ফুলকি (৭.০)
দ্বিতীয়- নিম ফুলের মধু (৬.৮)
তৃতীয়- জগদ্ধাত্রী (৬.৭)
চতুর্থ- কথা (৬.৪)
পঞ্চম- কোন গোপনে মন ভেসেছে/ গীতা এলএলবি (৬.৩)
ষষ্ঠ- বঁধুয়া (৫.৬)
সপ্তম- জল থই থই ভালোবাসা (৪.৯)
অষ্টম- তুমি আশেপাশে থাকলে (৪.৮)
নবম- 🙈অনুরাগের ছোঁয়া/ লাভ বিয়ে আজকাল ও রোশনাই/ আলোর কোলে (৪.৭)
দশম- কার কাছে কই মনের কথা (৪.৫)
গত সপ্তাহের মাঝখানে শুরু হয়েছে স্টার জলসার নতুন মেগা রোশনাই। প্রথম দিনের এপিসোডে এই মেগার টিআরপি ৫.৪। অন্যদিকে ভক্তির সাগরে প্রথম সপ্তাহে ২.৩ নম্বর ঘরে এনেছে। গত সপ্তাহের পর এই স🉐প্তাহেও স্লটহারা হরগৌরী পাইস হোটেল (৩.৬)। আরাত্রিকা-সুমনের রসায়নে জমে ক্ষীর মিঠিঝোরা (৪.১)। অন্যদিকে দীর্ঘদিন সূর্যের অনুপস্থিতির জেরে স্লট হারানোর খাড়া ঝুলছে অনুরাগের ছোঁয়ার উপর🍌। তবে এই সপ্তাহেও মুখরক্ষা হয়েছে সূর্য-দীপার। উনিশ-বিশের ফারাকে নবম স্থানে জলসার একসময়ের বেঙ্গল টপার মেগা। দশম স্থানে কার কাছে কই মনের কথা (৪.৫)।