বর্তমান সময় টিআরপি একটু কমলেই ধারাবাহিক বন্ধ হওয়ার যোগার। তবে এই অবস্থায় চলতি সপ্তাহের রেটিং চার্ট বেশ কপালে তু𒐪লবে চোখকে। টপার পজিশন অবশ্য হাতছাড়া করেনি নিম ফুলের মধু। ৭.০ রেটিং পেয়ে এটি রইল চার্টের প্রথম স্থানে।
দ্ব☂িতীয় স্থানে চলে এল কথা। স্টার জলসার এই মেগা ধীরে ধীরে মাত দিচ্ছে অন্য ধারাবাহিকগুলিকে। জগদ্ধাত্রীকে হারিয়ে স্লট দখল হয়েছিল আগেই, আর এবার সোজা চলে এল ২ নম্বরে। আরও একটা ধারাবাহিক এই সপ্তাহে অবাক করেছে। আর সেটি হল উড়ান। ৬.৬ নম্বর তুলে জলসার এই মেগা ৩ নম্বরে। প্রতীক সেন ও 🐻রত্নপ্রিয়ার জুটি ধীরে ধীরে জায়গা করছে দর্শক মনে।
আরও পড়ুন: জিতের ভালোবাসায় দেননি শিলমোহর, ৭ বছর লুকিয়ে প্রেমের পর নিসপালকে বিয়ে, বরের জন্মদিনে অকপট কোয়🧸েল
চার নম্বরেও কিন্তু স্টার জলসা। শুভ বিবাহ দিয়ে সোনামনি চর্চিত প্রেমিকের পিছে পিছেই। যদিও চার নম্বরে যৌথভাবে রয়েছে ফুলকি। নম্বর তুলেছে ৬.৫। আর প💮াঁচে কোন গোপনে মন ভেসেছে (৬.৩)।
দেখুন টিআরপিতে সেরা ১০-এর তালিকা:
প্রথম: নিম ফুলের মধু ৭.০
দ্বিতীয়: কথা ৬.৭
তৃতীয়: উড়ান ৬.৬
চতুর্থ: ফুলকি/ শুভ বিবাহ ৬.৫
পঞ্চম: কোন গোপনে মন ভেসেছে ৬.৩
ষষ্ঠ: জগদ্ধাত্রী ৬.২
সপ্তম:গীতা এলএলবি ৬.১
অষ্টম: বঁধূয়া ৬.০
নবম: অনুরাগের ছোঁয়া ৫.৫
দশম: মিঠিঝোরা ৫.২
চলতি সপ্তাহেই শেষ সম্প্রচার তোমাদের রাণী মেগার। আর এই সপ্তাহে রেটিং এল ৪.৩। স্লট পায়নি পূবের ময়না। রানি-দুর্জয়ে🥀র গল্পকে হঠাৎ বন্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে রীতিমতো বিরক্ত দর্শক। ছয় নম্বরে এখনও জগদ্ধাত্রী। জি বাংলার সবচেয়ে পুরনো মেগা এটি বর্তমানে।
আরও পড়ুন: ‘সব ঠিক…๊’, ১৭ দিন ঘরছাড়া, অভিষেক বচ্চনকে ডিভোর্সের গুঞ্জনের মাঝে মুম্বই ফিরে কী বললেন ঐশ্বর্য?
স্টার জলসার গীতা এলএল🦄বি বেশ কিছু মাস ধরে সেরা পাঁচে জায়গা করে রাখছিল। তবে এবারে ৬.১ নম্বর পেয়ে নেমে এসেছে ৭ নম্বরে।
আরও পড়ুন: চোখে অপরাশেনের পর ﷽সব ঠিক আছে তো শাহরুখের সঙ্গಌে? খুললেন না কালো সানগ্লাস
৪৫ মিনিট ধরে মিঠিঝোরা সম্🅷প্রচার হলেও, বেশ টানটান উত্তেজনা ধরে রেখেছে। ৫.২ নম্বর পেয়ে রয়েছে ১০ নম্বরে। এদিকে ডায়মন্ড দিদি জিন্দাবাদের নম্বর ৪.৯। আর ‘ঘটক দিদি’ মালাবদলের টিআরপি উঠল ৩.৪।