এসে গেল সপ্তাহের টিআরপি তালিকা। বৃহস্পতিবারের এই ফলাফলের জন্য এখন যে শুধু ধারাবাহিকের অভিনেতাদের বুক দুরুদুরু করে তেমন নয়, ফ্যানরাও থাকে অধীর অপেক্ষায়। বিগত কয়েক মাস🃏 ধরে টানা, টিআরপি টপারের পজিশন ধরে রেখেছে জগদ্ধাত্রী সিরিয়াল। প্রায় দু বছরের পুরনো এই ধারাবাহিকের জনপ্রিয়তা এখনও তুঙ্গে। চলতি সপ্তাহে নম্বর পেল ৮.৬।
জগদ্🐬ধাত্রী থেকে সামান্যই পিছিয়ে আছে ফুলকি। রোহিত আর ফুলকির মধ্যেকার রসায়ন ধীরে ধীরে পরিণত হচ্ছে ভালোবাসায়। আর তাই এখন খুব ভালো নম্বরও টানছে এই মেগা। চলতি সপ্তাহে জি-এর এই ধারাবাহিকেপ নম্বর ৮.৩।
আরও পড়ুন: কাঞ্চনকে ‘সোহাগ’ মিমির, কানে গুঁজলেন ফুল, গাল টিপে আﷺদর! পাশে দাঁড়িয়ে শ্রীময়ী
তাহলে টপার কে? সবাইকে টক্ক♊র দিয়ে শীর্ষ স্থানে গিয়ে বসল নিম ফুলের মধু। এই সপ্তাহে পেয়েছে ৮.৭। দেখা যাচ্ছিল দত্ত বাড়ির তিন সদস্যকে কিডন্যাপ করে কিছু দল। আর তাদের উদ্ধার করতে বিহারে চলে যায় পর্ণা-সৃজনরা। আর এমন টানটান উত্তেজনা ছিল কদিন, যার সোজা ছাপ পড়ল টিআরপিতে।
চার নম্বরে যৌথভাবে রয়েছে গীতা এলএলবি 🐬আর কোন গোপনে মন ভেসেছে সিরিয়াল। পেয়েছে ৭.৮। আর পঞ্চম স্থানে কথা।☂ প্রাপ্ত নম্বর ৭.২।
আরও পড়ুন: ‘মিডিয়া, বডিগার্ড ও ড্রাইভারদের🐭 প্রবেশ নিষেধ’, বোর্ড কাঞ্চন-শ্🌞রীময়ীর রিসেপশনে, হচ্ছে নিন্দে
দেখে নিন টিআরপি-র সেরা ১০-এর তালিকা
প্রথম- নিম ফুলের মধু ৮.৭
দ্বিতীয়- জগধাত্রী ৮.৬
তৃতীয়- ফুলকি ৮.৩
চতুর্থ-গীতা LLB/ কোন গোপনে মন ভেসেছে ৭.৮
পঞ্চম- কথা ৭.২
ষষ্ঠ- কার কাছে কই মনের কথা ৬.৮
সপ্তম- অনুরাগের ছোয়া ৬.৫
অষ্টম- সন্ধ্যাতারা ৬.৪
নবম- আলোর কোলে ৫.৯
দশম-তোমাদের রানী ৫.৭
চলতি সপ্তাহেই শেষ সম্প্রচার হয় সন্ধ্যাতারা সিরিয়ালটির। একদম শুরুর দিন থেকেই স্লট হারা ছিল এটি ফুলকির কাছে। তবে টিআরপি নেহাত মন্দ উঠত না।ꦛ দেখা গেল শেষ এপিসোডেও পেয়েছে ৬.৪। রয়েছে ৮ নম্বরে।
আরও পড়ুন: ৫৩ বছর বয়সে ছাদনাতলায় বাবা! কাঞ্চন-শ্রীম🐼য়ীর বিয়ের ভিডিয়ো দেখে কী ব🌠লছে ছেলে, জানালেন পিঙ্কি
আরও একটি ধারাবাহিকের শেষ সম্প্রচার আছে এই সপ্🙈তাহে, তা হল ইচ্ছে পুতুল। তোমাদের🌺 রানীর ধাক্কায় এটিও অসময়ে শেষ হচ্ছে। এই সপ্তাহে নীল-মেঘ-ময়ূরী নম্বর তুলেছে ৫.১।
নম্বর ধীরে ধীরে বাড়িয়ে🃏 আশার আলো দেখাচ্ছে আলোর কোলে (৫.৯) আর মিঠিঝোড়া (৪.৬)। দুটি ধারাবাহিকই শুরুর দিকে সেভাবে জমাতে পারেনি পায়ের তলার মাটি। তবে গল্পের বাঁধন শক্ত হতেই, আগ্রহ পাচ্ছে দর্শক।