টেলিভিশনের পর্দায় মহারাজের রাজকীয় প্রত্যাবর্তন নিয়ে দর্শককুলের মধ্যে উন্মাদনা তুঙ্গে। পুজোর আগেই জি বাংলার পর্দায় দাদাগিরির নতুন সিজন নিয়ে হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুরুতে শুক্র ও শনিবার সম্প্রচারিত হচ্ছিল এই মেগা, এখন শনি ও রবিবার দাদার সঙ্গে মোলাকাত হচ্ছে দর্শকদের। যদিও এই সিজনে রেটিং তালিকায় সেইভাবে ম্যাজিক দেখাতে ব্যর্থ মহারাজ। এই সপ্তাহেও সেই ছবিতে বদল নেই! আরও পড়ুন-কেরামতি নি🐲ম ফুলের মধু-র, গীতা এলএলবিকে টপকাল, টিআরপি-তে হারাল কি ফুলকি-জগদ্ধাত্রীকেও?
এখন স্টাꦆর জলসায় কোনও রিয়ালিটি শো-এর সম্প্রচার হচ্ছে না। তাই নন-ফিকশনে টেক্কা শুধু সৌরভ বনাম রচনার। দাদাগিরি আর দিদি নম্বর ১-কে টক্কর দিতে স্টার জলসার ভরসা শুধু মেগা সিরিয়াল। এই সপ্তাহেও ছক্কাতেই আটকে গেলেন সৌরভ। এই সপ্তাহে দাদাগিরির রেটিং ৬.০। দিদির কাছে পিছিয়ে পড়তে হল সৌরভ🤪কে। সানডে ধামাকা এপিসোডে ৬.৩ রেটিং নিয়ে নন-ফিকশনে টিআরপি টপার দিদি নম্বর ১।
আশ্চর্যের ব্যাপার হল রবিবার স্টার জলসার সানডে ফিকশনের গড় নম্বর দিদি নম্বর ১-এর রেটিংয়ের চেয়ে বেশি। রবিবার রাত ৯.৩🌼০ থেকে ১১টার স্লটে জলসার গড় টিআরপি ৬.৪। শনিবার তা একটু কমে দাঁড়িয়েছে ৫.০-এ। দীর্ঘ সময় ধরে সপ্তাহান্তে স্টার জলসায় সম্প্রচারিত হচ্ছে না কোনও রিয়ালিটি শো। তার বদলে সাত দিনই টেলিকাস্ট হয় মেগা সিরিয়াল। অনুরাগের ছোঁয়ার সূর্য-দীপা জুটির ম্যাজিকে ভর করে এতদিন বাজিমাত করেছে জলসা। কিন্তু আপতত খানিকটা হলেও কমেছে অনুরাগের ছোঁয়ার আধিপত্য।
এক নজরে নন-ফিকশন রেটিং-
দিদি নম্বর ১ (সানডে ধামাকা)- ৬.৩
দাদাগিরি, সিজন ১০- ৬.০
ঘরে ঘরে জি বাংলা- ১.৪
স্টার জলসা ফিকশন (শনিবার)- ৫.০
স্টার জলসা ফিকশন (রবিবার)- ৬.৪
ফিকশনে রাজত্ব কায়েম রেখেছে জগদ্ধাত্রী। এই সপ্তাহেও সেরার মুকুট উঠল জ্যাস আর স্বয়ম্ভূদের মাথায়। ৮.৯ রেটিং নি꧟য়ে শীর্ষে এই মেগা। দ্বিতীয় ও তৃতীয়স্থানেও রয়েছে জি বাংলার মেগা। দুয়ে ফু🌳লকি, তিন নম্বরে নিম ফুলের মধু। স্টার জলসার তরফে চ্যানেল টপার গীতা এলএলবি।