দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। পুজোর আমেজে ডুব দেওয়ার আগে শুক্রবার সামনে এল শেষ টিআরপি। মহালয়ার জন্য একদিন পিছিয়ে প্রকাশ্যে টেলিপাড়ার সাপ্তাহিক রিপোর্ট কার্ড। এই সপ্তাহে প্রথম টিআরপি এল অন্বেষা-ঋত্বিক জুটির মেগা আনন্দীর। প্রত্যাশাতোই গীতা এলএলবি-কে চাপে রাখল এই মেগা। বলা যায়, আনন্দীর জেরেই বেঙ্গল টপারের তাজ হাতছাড়া হল গীতার। আরও পডꦓ়ুন-দিতিপ্রিয়া নয়,অনুরাগের ছোঁয়ায় রূপার চরিত্রে দেখা যাবে প্রয়াত টলি নায়কের কন্যাকে!
গত সপ্তাহে প্রথম তিনে জায়গা হয়নি কথার। তবে এই সপ্তাহে সকলকে পিছনে ফেলে এক নম্বরে জয়গা করে নিল সুস্মিতা আচার্য ও সাহেব ভট্টাচার্যের কথা (৭.৫)। সুস্মিতা-সাহেবের অনস্ক্রিন রসায়নের পাশাপাশি অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়েও চর্চার𓂃 শেষ নেই। সেটাই হয়ে উঠেছে কথার সবচেয়ে বড় ইউএসপি। গত সপ্তাহে বেঙ্গল টপার কথা ফুলকি এই সপ্তাহে সোজা তিন নম্বরে নেমে গিয়েছে। প্রাপ্ত নম্বর ৭.২ । দু-নম্বরে রয়েছে গীতা এলএলবি।
এই সপ্তাহে চতুর্থস্থানে একসঙ্গে তিনটি মেগা। নিম ফুলের মধু এই সপ্তাহে স্লট লিডার হতে ব্যর্থ! হ্যাঁ, উড়ানের সঙ্গে এই সপ্তাহে স্লট ভাগ করে নিতে হল পর্ণা-সৃজনদের। দুই মেগারই ঝুলিতে রয়েছে ৬.০ নম্বর। জগদ্ধাত্রীর সঙ্গে চতুর্থ পজিশন ভাগ করে নিয়েছে এই দুই মেগা। পর্ণার স্মৃতি একটু একটু করে ফিরছে, অন্য়দিকে এই সিরিয়াল বন্ধের জল্পনা। সব মিলিয়ে দর্শক খানিক ไমুখ ফিরিয়েছে নিম ফুলের মধু থেকে। পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে কোন গোপনে মন𝄹 ভেসেছে এবং শুভ বিবাহ।
এক নজরে সেরা দশের তালিকা-
প্রথম- কথা- ৭.৫
দ্বিতীয়- গীতা এলএলবি -৭.৪
তৃতীয়- ফুলকি-৭.২
চতুর্থ- নিম ফুলের মধু/ উড়ান/ জগদ্ধাত্রী - ৬.৬
পঞ্চম- কোন গোপনে মন ভেসেছে/ শুভ বিবাহ- ৬.৪
ষষ্ঠ- বঁধুয়া/ অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হ🌟োটেল- ৬🦂.০
সপ্তম- রোশনাই-৫.৯
অষ্টম- আনন্দী- ৫.৭
নবম- ডায়মন্ড দিদি জিন্দাবাদ-৫.০
দশম- তেঁতুলপাতা/ মিঠিঝোরা (৪৫ মিনিট)- ৪.৯
এই সপ্তাহেই শেষবার বঁধুয়ারও রিপোর্ট কার্ড সামনে এল। ফুলকির সামনে স্লটহারা হয়ে শেষ করলেও সম্মানজনক স্কোর রেজওয়ান-জ্যোর্তিময়ীদের(৬.০)। অন্যদিকে প্রথম সপ্তাহে আনন্দীর ঝুলিতে ৫.৭ নমဣ্বর। অষ্টম স্থানে রয়েছে জি বাংলার নতুন এই মেগা সিরিয়াল।
স্টার জলসায় শুরু হয়েছে নতুন দুই মেগা- দুই শালিক (𝔉বিকাল ৫.৩০টা) এবং রাঙামতি তীর𝓡ন্দাজ (সন্ধ্য়া ৭.৩০টা)। ফুলকিকে কতখানি চ্যালেঞ্জের মুখ দাঁড় করাতে পারবে স্টার জলসার নতুন মেগা? সেই প্রশ্নের উত্তরের খোঁজে সকলে। তবে পুজোর সপ্তাহে সার্বিক টিআরপি কমবে বলেই আশঙ্কা।