দেবের মা ভূত পারোর থেকে ছেলেকে বাঁচ🐽াতে একপ্রকার জোর করেই একটা সময় গাঁইয়া পার্বতীর সঙ্গে𝄹 তড়িঘড়ি বিয়ে দিয়েছিল। এখন সেই পার্বতী কিনা চক্ষুশূল তার! সে চায় তার ছেলের জীবন থেকে পার্বতীকে সরিয়ে দেবের দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে ছেলের বিয়ে দিতে। এর মধ্যেই একজন আইপিএস অফিসারকে দেখে পার্বতী। আর তাকে দেখেই জীবনের লক্ষ্য খুঁজে পায়।
আরও পড়ুন: না ফেরার দেশে দঙ্গলের ববিতা🐭, খবর প🔜েয়েই সুহানির পরিবারের পাশে দাঁড়াতে ফরিদাবাদে ছুটে গেলেন আমির
আরও পড়ুন: করিনা - কৃ♑তি 💮- টাবুর ক্রিউয়ের ফার্স্ট লুকের সঙ্গে হলিউড ছবির মিল! নেটপাড়া বলছে, 'ঠিক যেন...'
তুমি আসে পাশে থাকলে ধারাবাহিকের আপডেট
আইপিএস অফিসারকে সবাই যখন সম্মান জানাচ্ছে সেটা দেখে পার্বতী বোঝে উঁচু পোস্ট এবং শিক্ষার মর্ম। তখন সে জানায় সেও আইপিএস অফিসার হতে চায়। কিন্তু সে তো পড়াশোনাই জানে না সেই অর্থে। যদিও দেব এখন তাঁকে লেখাপড়া শেখাচ্ছে। স্কুলে ভর্তি করতে চাইছে। এমন অবস্থায় স🎶ে কী করে আইপিএস অফিসার হবে বুঝে উঠতে পারে না।
আরও পড়ুন: দুর্দান্ত গেয়েও দীপন বাদ! ইন্ডিয়ান আইডল ১৪ এর 🤪সেমি ফাইনালে বাংলার অনন্যা - শুভদীপ, আছেন আর কারা?
আরও পড়ুন: প্রতিবারের মতো এবারেও মথুরা ভ্রমণ সৌমিতৃষার, কে🐼কের বদলে প্রসাদ খেয়ে জন্মদিন উদযাপন দেবের নায়িকার
তখনই স্টার জলসার তরফে যে নতুন প্রোমো আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে অনুরাগের ছোঁয়ার দীপা এবং তার দুই মেয়ে সোনা এ🍒বং রূপা বলছে ইচ্ছে থাকলে সব স্বপ্ন সফল করা যায়। কিন্তু কী করে সেটা সম্ভব হবে এখনই ꦗস্পষ্ট নয়। গল্প এগোলেই সেটা বোঝা যাবে।
তুমি আসে পাশে থাকলে প্রসঙ্গে
স্টার জলসার পর্দায় প্রতিদিন রাত আটটা থেকে সম্🐓প্রচারিত হ🍨য় তুমি আসে পাশে থাকলে ধারাবাহিকটি। এখানে মুখ্য ভূমিকায় রোহন ভট্টাচার্য এবং অঙ্গনা রায়কে দেখা যাচ্ছে। এটা অঙ্গনার প্রথম মেগা।