৬ মে, শনিবার, আজ টেলিপর্দার 'খোকাবাবু'র জন্মদিন। তবে শুধু টিভি সিরিয়াল নয়, অভিনেতা 🎃'খোকাবাবু' অভিনেতা প্রতীক সেন অভিনয় করেছেন বাংলা ছবিতেও। তবে তাঁর দর্শকদের সঙ্গে পরিচিতি মূলত বাংলা ধারাবাহিকের হাত ধরেই। এই মুহূর্তে তিনি 'এক্কা দোক্কা' ধারাবাহিকের শ্যুটিংয়ে ব্যস্ত🧔। তবে জন্মদিনে অভিনেতা প্রতীক সেন জানিয়েছেন, তাঁর জন্মদিন সেলিব্রেশনের আলাদা কোনও পরিকল্পনা নেই, তবে কাছের লোকজনরা আবদার করলেন তাঁদের এই দিনে তিনি খাওয়াবে, কারণ, খাওয়াতে তিনি ভালোবাসেন।
জন্মদিনে আনন্দবাজার অনলাইনকে অভিনেতা প্রতীক সেন জানান, দেখতে দেখতে অভিনয় দুনিয়ায় তিনি ১৫টা বছর কাটিয়ে ফে♋লেছেন। যা চেয়েছেন তার সবটুকু না পেলেও কিছুটা অবশ্যই অর্জন করেছেন। প্রতীক সেনের কথায়, তাঁর কেরিয়ারে সাফল্য-ব্যর্থতা সবটাই এসেছে, এই দুটো বিষয় খানিকটা যেন স্বামী-স্ত্রীর মতো। আর রাত না থাকলে দিন আসবে না।
আরও পড়ুন-'মেয়ে হয়ে টেনিস খেলে কী করবে🐻? আমিও শুনেছিলাম', সামান্থার বিজ্ঞাপনে বললেন সানিয়া
সিনেমা ছেড়ে বাংলা ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে অভিনেতার কথায়, তিনি যখন প্রথম দিকে সিনেমা ছেড়ে সিরিয়ালে অভিনয় করে💖ছিলেন, তখন অনেকেই নাক কুঁচকেছিলন। যদিও প্রতীক সেন মনে করেন, সাফল্য যেকোনও জায়গা থেকেই আসতে পারে, কেউ বড় পর্দায় সাফল্য পান, কেউ আবার ছোট পর্দা পর্দায়। কেউ মুদির দোকান চালিয়েও সফল হন, আবার অনেকে অনেক পড়াশোনা করেও কিছুই করতে পারেন না। ইন্ডাস্ট্রিতে তাঁকে নাকি অনেকেই ‘রাগী মানুষ’ মনে করেন, সেবিষয়ে প্রতীক সেন বলেন, সেটা মূলত তাঁর লম্বা-চওড়া চেহারা আর চুপচাপ থাকার জন্য, তবে মাঝে মধ্যে যে রেগেও যান, সেটাও স্বীকার করে নেন অভিনেতা।
প্রতীক সেন জানান, তাঁর স্কুলিং নাকি বাড়িতেই, প্রথাগত স্কুল-কলেজে তিনি যাননি। আর তাই তাঁর বন্ধু-বান্ধবের সংখ্যাও 🦂কম। মায়ের সঙ্গেই তিনি মূলত বেশি কথা শেয়ার করেন বলে জানান প্রতীক। অভিনেতা-অভিনেত্রীদের প্রেম জীবন নিয়ে সবসময়ই আগ্রহ থাকে, তবে প্রতীক জানান, তিনি এখনও সিঙ্গল। যখনই তিনি কাউকে প্রেমের কথা বলতে গেছেন, কেউই নাকি সেটা সিরিয়াসলি নেননি।