♊ ইনস্টাগ্রাম রিল হোক বা প্লেলিস্ট, সবকিছুতেই এখন একটাই সুর ‘লাগে উরা ধুরা…’। মাস খানেক আগে ইউটিউবে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ ছবির আইটেম নম্বরটি। তারপর থেকেই গানটি রীতিমতো ভাইরাল হয়। বাংলাদেশের মেগাস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তীর অসাধারণ রসায়ন তো বটেই সঙ্গে বিশেষ মাত্রা যোগ করেছে প্রীতম হাসান এবং দেবশ্রী অন্তরার কন্ঠ। খুব অল্প সময়েই এই গান জিতে নিয়েছে শ্রোতাদের মনে।
𒉰শুরু থেকেই এই গানটি ছিল চর্চায়। গানটি নিয়ে উন্মাদনও ছিল চোখে পড়ার মতো। শুধু ভারত বা বাংলাদেশ নয়, বিশ্বব্যাপীও এই গানের প্রভাব ছিল চোখে পড়ার মতো। তবে সবচেয়ে অবাক করা বিষয় এটি বর্তমানে ইউটিউব চার্টের গ্লোবাল উইকলি টপ গানের তালিকায় চার নম্বরে জায়গা করে নিয়েছে। তবে এখানেই শেষ নয়, এটিই প্রথম বাংলা গান যার ঝুলিতে এই মর্যাদা রয়েছে। তাছাড়াও জানলে অবাক হবেন গানটি ইতিমধ্যেই সাড়ে পাঁচ লাখ রিলে ব্যবহৃত হয়েছে। ইউটিউবে ৮৫ মিলিয়ন বার দেখা হয়েছে ‘উরা ধুরা’। তবে শুধু ইউটিউবে সীমাবদ্ধ নেই, অন্যান্য বিভিন্ন অডিয়ো প্লাটফর্ম ও সোশ্যাল মিডিয়ায় এটি এখন ট্রেন্ডিং।
আরও পড়ুন: ไপোশাক তৈরি করেও আম্বানিদের রিসেপশনে গেলেন না টোটা! কারণ কী?
𝓀'উরা ধুরা'-এর কথা লিখেছেন রাসেন মাহমুদ এবং শরীফ উদ্দিন। মিউজিকের দায়িত্বে ছিলেন প্রীতম এবং রজ্জক দেওয়ান। পাশাপাশি প্রীতমকে গানে শাকিব-মিমির সঙ্গে দেখাও গিয়েছে।
ܫপ্রসঙ্গত, বাংলাদেশের বক্স অফিসে তুফান তোলে ‘তুফান’। সেখানে শাকিব-মিমি অভিনীত এই ছবি ইতিমধ্যেই ব্লকবাস্টারের তকমা পেয়েছে। বাংলাদেশে অগ্রিম টিকিট বুকিং ছিল দেখার মতো। এত দিনের বহু রেকর্ড ভেঙেছে 'তুফান'। দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে শোয়ের সংখ্যাও বাড়িয়ে দিতে হয়েছিল। এই ছবিতে শাকিব খান ও মিমি চক্রবর্তী ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলাকে।
আরও পড়ুন: 🥀রুক্মিণী থেকে ভূমি, অনন্ত ও রাধিকার 'মঙ্গল উৎসব'-এ কারা কারা এলেন? রইল ছবি
🔯বর্তমানে ছুটি কাটাতে কাটাতে মার্কিন মুলুকে পরিচালক রায়হান রাফি। তিনি এক সংবাদ মাধ্যমকে জানান অনেক পরিশ্রম হয়েছে তাঁর। দুই দেশ মিলিয়ে শ্যুটিং, প্রচার সবটা নিয়ে তিনি একটু ক্লান্ত। দুই বাংলা, বিদেশ মিলিয়ে ছবি সফল। তাই এবার একটু বিশ্রামের প্রয়োজন। না হলে পরের কাজে মন দিতে পারবেন না তিনি। পাশাপাশি এই সাক্ষাৎকারেই পরিচালক 'তুফান ২'-এর আভাস দেন। তিনি জানান, এর স্যিকুয়েল আসবে। সেই অনুযায়ী সিক্যুয়েলের চিত্রনাট্য নিয়ে ঘষামাজা চলছে। এ বার আরও বড় করে ফিরবে ‘তুফান’। 'তুফান'-এর স্যিকুয়েলে শাকিব খান তো বটেই থাকবেন চঞ্চল চৌধুরী ও মিমিও।