শ্রীময়ীতে কামব্যাক হয়ে গিয়েছে। মনটা তাই বেশ খুশিখুশি রয়েছে। কিন্তু লকডাউনে কিছু মিস করছেন বড় বেশি। কাকে? আরে বাবা নিজের প্রিয় 𓄧জিম-কে! সোশ্যাল মিডিয়ায় যাঁরা অভিনেত্রী উষসী চক্রবর্তীকে ফলো করেন, তাঁরা জানেন অভিনেত্রী শরীরচর্চার কত বড় ভক্ত। নিজের ফিটনেস নিয়ে বড়ই কড়াকড়ি তাঁর। আর তাই লকডাইনে জিম বন্ধ থাকায় বেজায় মন খারাপ। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে তুলে ধরেছেন সে কথাই।
জিমে নিজের ওয়ার্কআউট সেশনের ভিডিয়ো পোস্ট করে উষসী লিখেছেন, তিনি 🦩সেখানে গিয়ে ঘাম ঝরানো কতটা মিস করছেন। সঙ্গে, নিজের সমস্ত ইনস্টা ফলোয়ার্সদের বাড়িতেই শরীরচর্চা করায় উৎসাহ দিয়েছেন। যাতে এই মহামারীর সময়তে সকলে সুস্থ থাকতে পারে। দেখে নিন অভিনেত্রীর শেয়ার করা সেই ভিডিয়ো--
উষসী তাঁর কো-স্টার টোটা রায়চৌধুরীর মতোই ফিটনেস ফ্রিক। মাঝেমধ্যেই নিজের শরীরচর্চার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন তিনি। সবার সঙ্গে ভাগ করে নেন নানা ফ্রি-হ্যান্ড এক্সারসাইজও। এমনকী, এই লকডাউনেও টোটা ও উষসী উভয়েই বাড়িতেই চালিয়ে যাচ্ছ💮েন নিজেদের শরীরচর্চা।
কাজের সূত্রে, মাস খানেক ব্রেকের পর ফের ‘শ্রীময়ী’ ধারাবাহিকে দেখা যাবে উষসীকে। নিজেই সেকথা শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছিলেন, ‘দামে কম মানে ভালো এখন অতীত। প🐼াঁচতলা মল পুরোটাই শ্রীময়ী… ফ্রেন্ডস মালিককে গিয়ে বলো জুন আন্টি ফিরে এসেছে!’