টাকা দেন না প্রযোজক রানা সরকার। টলিপাড়ায় প্রযোজক রানার এই বদনাম তো বহুদিনের। অনেকেই এখনও রানার থেকে টাকা পান বলেও দ🥀াবি করেন। তবে এরই মধ্যে রানাকে নিয়ে পর্দার জুন আন্টি অর♚্থাৎ অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর পোস্ট ঘিরে শুরু হয়েছে বিস্তর আলোচনা। কিন্তু কী এমন পোস্ট করেছেন ঊষসী?
রানা সরকারের প্রযোজনায় আসছে নতুন ছবি 'অঙ্ক🃏 কী কঠিন'। যে ছবির পরিচালনা করছেন সৌরভ পালোধি, অভিনয়ে রয়েছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। আর সেই ছবির জন্যই অ্যাডভান্স চেক পেয়েছেন অভিনেত্রী। সক্কাল সক্কাল হাতে টাকা পেয়েই চেক হাতে ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী।
ঊষসী লিখেছেন, 'ভাই সকল, সকাল সকাল কার মুখ দ𓆏েখে উঠেছি মনে নেই - কিন্তু দিনটি খুবই লাকি। ছবি শুরুর আগেই প্রডিউসার রানা সরকারের কাছ থেকে advance চেক আদায় করতে সক্ষম হয়েছি। ভাই it's not a small achievement..... ভাবছি আজ একটা লটারির টিকিট কাটলে কেমন হয়......…'। পরে ফের মজা করে লিখেছেন, ‘N.B Rana Sarkar কি পাল্টেছে নাকি এ চেক ও বাউন্স করবে ? - Nation wants to know। এর মধ্যে আবার কি চিত্তির - post দেখে male best friend রূপক রায়ের মনে পড়ে গেছে যে সে নাকি আমার কাছে টাকা পায়। আমার তো কিছু মনে পড়ল না । আর নিজেদের মধ্যে আবার টাকা পয়সা কি ভাই.............. চেক দেখে অনুপ্রাণিত হয়ে দলে দলে এরূপ পাওনাদার ফোন করলে তো ভারি মুশকিল - বাউন্স হয়েছে বলে অতি সত্ত্বর পোস্ট দিতে হবে দেখছি।’
আরও পড়ুন🐟-অস্ত্রোপচার সফল, বাড়িও ফিরেছেন, এখন কেমন আছেন স্বস্তিকা মুখোপা💖ধ্যায়?
এদিকে ঊষসী চক্রবর্তীর এই পোস্টে কমেন্ট করেছেন খোদ রানা সরকার। রানা নিজেই প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন ‘চেক বাউন্স করবে না তো?’ তাতে একবার একজন কমেন্ট করেছেন, ‘করবেই করবে, পাস হবে না।’ ঊষসীও তাতে মজা করে লিখেছেন, ‘কি অলক্ষুণে ভাই তুই- দু💫টো টাকা পাব তাতেও নজর’। কথাবার্তা শুনে বোঝাই যাচ্ছে, পুরো বিষয়টিও মজা করে পোস্ট করা হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন তবে কি ঊষসী রানার ভাবমূর্তি ঠিক🍨 করার চেষ্টা করছেন!
এদিকে আবার এই একই বিষয়ে ঊষসী চক্রবর্তীকে ট্যাগ করে নিজের ফেসবুকে﷽ও পোস্ট করেছেন রানা। নিজেকে 'কানা সরকার' বলে উল্লেখ করে 🅷‘কানা সরকার ও ইমেজ' হেডলাইনে রানা লিখেছেন, ‘ কানা সরকার কাউকে পেমেন্ট দিলে মনে হয় তিনি এখন ইমেজ ভালো করার জন্য চেষ্টা করছেন। কিন্তু কেউ এটা মনেও রাখে না কানা সরকারকে ED/CBI ডাকেনা। জেল যেতে হয়না। আর কানা সরকারের সাহস আছে নিজের ব্যর্থতাকে সেলিব্রেট করার, তাই সমাজের মুখে লাথি ছুড়ে মারতে বাউন্স চেকের মালা দিয়ে অফিস সাজায়। কানা সরকারের সাহস ও ক্ষমতা আছে কোন সুপারস্টারের অন্যায় দাবি না মেনে কোটি কোটি টাকা ক্ষতি স্বীকার করেও একটা সিনেমা রিলিজ না করার।’
রানা আরও লিখেছেন, ‘কানা সরকারের ক্ষমতা আছে পাঁচ পাঁচটা মেগা সিরিয়াল চ্যানেলের মুখের ওপর ছুড়ে ফেলে দেওয়ার যেটা অন্য কোনো প্রযো෴জক করার সাহস দেখাতে পারবে না। সেই সিরিয়ালের পেমেন্ট ও এখনো কানা সরকার পায়নি, আর্টিস্ট টেকনিশিয়ানরা কিন্তু পেয়ে গেছে। কানা সরকার বক্সঅফিসের ফোলানো ফাঁপানো অংক বলে না। কানা সরকার সিনেমা বানায় হিট ফ্লপ না ভেবে, সিনেমা ফ্লপ হলেও মানবজমিন অবৈতনিক বিদ্যালয় বানানো বন্ধ হয়ে যায়না।’
এখানেই শেষ নয়, রানার দাবি, ''কানা সরকার কোনো নায়িকার সঙ্গে সময় কাটানোর প্রস্তাব দেয়না। কানা সরকার মদ বা গাঁজা খেয়ে মধ্যরাতে মেয়েদের ফোন বা টেক্সট করে না।এই ইমেজ নিয়েও কানা সরকার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১৪ বছর কাটিয়ে ফেললো।কানা সরকার তথাকথিত সেলিব্রিটি অভিনেতা অভিনেত্রী ও হিপোক্রিট বুদ্ধিজীবি🌼দের মুখোশ খুলে দিতে হেব্বি ভালোবাসে। সর্বোপরি কানা সরকার সবসময় চায় সমাজের জাজমেন্ট ও ইমেজ বিল্ডিং-এর মুখে কষিয়ে এক থাপ্পড় মারতে।'
সবশেষে ঊষসীকে ধন্যবাদ দিতেও ভোলেননি রানা। লিখ🌌েছেন, ‘ধন্যবাদ Ushasie Chakraborty তোমার জন্য কানা সরকার আরেকবার সুযোগ পেলো কিছু সত্যি কথা বলার। বাকি বুদ্ধিজীব🅠ীদের জন্য নবারুণের ভাষায় কী নির্জীব কী নির্জীব, নির্ঘাত বুদ্ধিজীব’।