স্বাধীনতা দিবসে একসঙ্গে মুক্তি পেল তিন তিনটি বলিউড ছবি। আর এই তিন ছবির মধ্যে এগিয়ে আছে স্ত্রী ২। আর সবথেকে পিছিয়ে আছে খেল খেল মে। বেদা ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন জন আব্রাহাম এবং শর্বরী ওয়াগ। স্ত্রী ২ তে আছেন শ্রদ্ধা কাপুর এবং রাজকুম෴ার রাও। অন্যদিকে খেল খেল মে ছবিটিতে অক্ষয় কুমার এবং তাপসী পান্নুকে দেখা যাবে।
বেদা ছবিটির বক্স অফিস কালেকশন
বেদা ছবিটি ভারতীয় বক্স অফিসে ৬ কোটি ৫২ লাখ টাকা আয় করেছে। আর এর﷽ মধ্যে ৬ কোটি ৫০ লাখ টাকা এই ছবিটি হিন্দি মার্কেট থেকেই তুলেছে। তামিল ও তেলেগু ভার্সন থেকেও কিছু কিছু আয় করেছে প্রথমদিন।
স্ত্রী ২ ছবিটির বক্স অফিস কালেকশন
স্ত্রী ২ ছবিটি স্বাধীন🌊তা দিবসে মুক্তি পাওয়া সব ছবির থেꦆকে বেশি সাড়া পেয়েছে। স্ত্রী ছবিটিও এর আগে দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছিল। সিক্যুয়েলের ক্ষেত্রেও অন্যথা হল না। প্রথমদিন বক্স অফিসে এই ছবিটি ৮ কোটি ৩৫ লাখ টাকা আয় করেছে।
খেল খেল মে ছবির আয়
খেল খেল মে ছবিটি এই সময় মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে সব থেকে কম আয় করেছে। বা♓ণী কাপুর, তাপসী পান্নু এবং অক্ষয় কুমার অভিনীত এই ছবিটি প্র♛থম দিন বক্স অফিসে ৫ কোটি টাকা আয় করেছে।
আরও পড়ুন: '🍌১২ বছর পর সেই এক ঘটনা, প্রতিবাদ আর তাও…' আরজি কর কাণ্ডে সরব বলিউড, কী লিখলেন সুহানা - হৃতিক - ꧟করিনারা?
প্রসঙ্গত স্বাধীনতা দিবসের দিন এই ৩ টি হিন্দি ছবির সঙ্গে ২ বাংলা ছবিও মু💦ক্তি পেয়েছে। রাজ চক্রবর্তী পরিচালিত শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং আবির চট্টোপাধ্যায় অভিনীত বাবলি মুক্তি পেয়েছে। বাদ যায়নি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এবং চঞ্চল চৌধুরী ও মনামী ঘোষ অভিনীত পদাতিক।