আজকাল যেখানে ৩০০ কোটি ৫০০ কোটির গণ্ডি টপকানো জলভাত হয়ে দাঁড়িয়েছ🎶ে সেখানে এই সময় দাঁড়িয়ে শাহরুখ খান এবং প্রীতি জিন্টার ছবি বীর জারা ১০০ কোটির ক্লাবে প্রবেশ করল। তবুও এটা এই আইকনিক ছবির জন্য একটা দুর্দান্ত মাইলস্টোন। কিন্তু মুক্তির এত বছর এটা কীভাবে সম্ভব হল?
আরও পড়ুন: এ যেন অশ্বমেধের অপ্রতি🐓রোধ্য ঘোড়া! ৮০০ কোটির গণ্ডি টপকাল রাজকুমার-শ্♔রদ্ধার ছবি, মোট আয় কত?
বীর জারার বক্স অফিস
শাহরুখ খান এবং প্রীতি জিন্টা অভিনীত বীর জারা ছবিটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ ক𓆏রল। সদ্যই এই 👍ছবিটি আবারও বক্স অফিসে মুক্তি পেয়েছিল। সেই সময় এটা যা ব্যবসা করেছে সেটার হাত ধরেই এই আইকনিক ছবি ঢুকে পড়ল ১০০ কোটির ক্লাবে। প্রসঙ্গত বীর জারা ২০০৪ সালের নভেম্বর মাসে রিলিজ করেছিল প্রথম।
১২ নভেম্বর ২০০৪ এ বড় পর্দায় মুক্তি পায় বীর জারা। সেখানেই উঠে এসেছিল এক দুর্দান্ত মন কেমন করা প্রেম কা🎀হিনি। ভারতীয় য🀅ুবক এবং পাকিস্তানি যুবতীর এক প্রেম কাহিনিকে ঘিরে আবর্তিত হয়েছিল ছবির গল্প। বিশ্বজুড়ে দারুণ সাড়া পেয়েছিল ছবিটা।
২০০৪ সালে এটা সর্বোচ্চ ব্যবসা করা ছবি হয়েছিল বীর জারা। সেই সময় এটা মূলত ৯৮ কোটি টাকা আয় করেছিল। এর মধ্যে ভারতীয় বক্স অফিসে ৬১ কোটি এবং বাইরে ৩৭ কোটি টাকা আয় করেছিল। এরপর ২০০৫ থেকে ২০২৩ সালের মধ্যে ছবিটি একাধিকবার বড় পর্দায় আবার রিলিজ হয়েছে। সেই সময় এটি আরও আড়াই কোটি টাকা আয় করে। ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুর দিকে শেষবার মুক্তি পায় বীর জারা। তখন এটি আবার꧋ও ১ কোটি ৪৫ লাখ টাকা আয় করে। ফলে বর্তমানে বীর জারা ছবিটির মোট আয়ꦑ গিয়ে দাঁড়িয়েছে ১০২ কোটি ২৫ লাখ টাকায়।
আরও পড়ুন: পানিপুরি 🅺নাকি ফুচকা, কৌন 🤪বনেগা ক্রোড়পতিতে জোর তর্ক সোনু-শ্রেয়ার! অমিতাভের ভোট গেল কোন দিকে?
প্রসঙ্গত আরও এক বছর বড় পর্দায় চলবে বীর জারা। সামনেই🔯 জাতীয় সিনেমা দিবস। তখন ৯৯ টাকায় সমস্ত সিনেমার টিকিট পাওয়া যাবে। তখন আবারও বেশ কিছুটা আয় করবে এই ছবি, এমনটাই অনুমান করা হচ্ছে।