ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিনেতা-প্রযোজক-পরিচালক বীরেন্দ্র বাবু। ‘স্বয়ম কৃষি’ খ্যাত তারকা জড়ালেন গভীর আইনি জটিলতায়। শুধু ধর্ষণ নয়, ধর্ষণের ভিডিয়ো রেকর্ড করে টাকা হাতানোর মতো নক্কারজনক কাজের অভিযোগ উঠল বীরেন্দ্র বাবুর বিরুদ্ধে। আরও পড়ুন-‘আমার কুষ্ঠিতে আছে..', চতুর্থ বিয়েতে না! জিতুর সঙ্গে প্রেমচর্চা নিয়ে বিস🐟্ফোরক শ্রাবন্তী
৩০ বছর বয়সী এক মহিলাকে ধর্ষণ, খুনের হুমকি এবং তোলাবাজির অভিযোগে বীরেন্দ্রবাবুকে হেফাজতে নিয়েছে অভিনেতা। দু-বছর পুরোনো এই মামলায় বীরেন্দ্রবাবু গ্রেফতার হওয়ার পর চাঞ্চল্য কন্নড় ইন্ডাস্ট্রিতে। পুলিশ সূত্রে খবর, মহিলার অভ🍃িযোগ তিনি যখন অচৈতন্য অবস্থায় ছিলেন সেই সুযোগ নিয়ে বীরেন্দ্রবাবু তাঁকে ধর্ষণ করে এবং সেই ভিডিয়ো রেকর্ড করে। এরপর সেই ভিডিয়ো ইন্টারনেটে ফাঁস করার হুমকি দিয়ে ওই মহিলার কাছ থেকে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় বীরেন্দ্রবাবু।
চিকমাগালুর বাসিন্দা নির্যাতিতা। তাঁর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে একদিন বাড়িতে আমন্ত্রণ জানান অভিনেতা। এরপর তাঁর কফিতে নেশার দ্রব্য মিশিয়ে দেন বলꦿে অভিযোগ। মহিলার অচৈতন্য অবস্থার সুযোগ নিয়ে যৌন সম্পর্ক স্থাপন করেন, এবং সেই ঘটনা ক্যামেরা বন্দি করেন ব্ল🧸্যাক মেল করতে।
অভিযোগের প্রতিলিপিতে ধর্ষিতা জানান, সেই টাকার দাবি পূরণ করতে নিজের গয়না বিক্রি করতে হয়েছে তাঁকে। তবে একবার টাকা ন🗹িয়ে ক্ষান্ত থাকেননি বীরেন্দ্রবাবু। চলতি বছর ৩০শে জুলাই ফের ওই মহিলাকে ফোন করে ডেকে পাঠান মহেশবাবু। গাড়ির ভিতর মাথায় বন্ধুক ঠেকিয়ে হুমকি দেন, কাছে টাꦰকা দাবি করেন অভিযুক্ত। এরপর নির্যাতিতার শরীর থেকে সমস্ত গয়না খুলে তাঁকে রাস্তায় ফেলে দেন।
দ্বিতীয় দফায় আর মুখ বুজে থাকেননি নির্যাতিতা। বীরেন্দ্রবাবুর বিܫরুদ্ধে কোদিগেহালি পুলিশ থানায় এফআইআর দায়ের করেন। তদন্তে নেমে পুলিশের হাতে আসে বেশকিছু তথ্য-প্রমাণ, সেই ভিত্তিতেই গ্রেফতার করা হয় অভিনেতাকে। এই প্রসঙ্গে এখনও কোনওরকম বিবৃতি মেলেনি অভিনেতার তরফে। এই প্রথম বিতর্কে জড়াননি অভিনেতা, গত বছরই ১.৮ কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছিল এই কন্নড় অভিনেতার বিরুদ্ধে। নির্বাচনের টিকিট দেওয়ার নাম করে ওই টাকা হাতিয়েছিলেন বীরেন্দ্রবাবু বলে অভিযোগ।