সাড়া জাগিয়ে ঘোষণা হয়েছিল 'উরি' খ্যাত পরি🅘চালক আদিত্য ধরের পরবর্তী ছবি 'দ্য ইমমর্টাল অশ্বত্থামা'-র। দর্শকদের উত্তেজনার পারদ এক লহমায় আরও চড়েছিল যখন জানা গেছিল ছবির নামভূমিকায় দেখা যাবে ভিকি কৌশলকে। এরপর ছবির ফার্স্ট লুক প্রকাশে আনা থেকে শুরু করে জিমে জোরদার শরীরচর্চা শুরু করে দিয়েছিলেন ভিকি। 'মহাভারত'-এর এই চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলার জন্য রীতিমতো প্রশিক্ষক রেখে মার্শাল আর্ট শেখার পাশাপাশি একাধিক 'হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট' এর অনুশীলন নিজের প্রতিদিনের রুটিনে সংযোজন করে নিয়েছিলেন এই বলি-তারকা।
সবই চলছিল পরিকল্পনা মাফিক তবে কিছুতেই আর 'অশ্বত্থামা' হয়ে উঠতে পারছেন না এই জনপ্রিয় বলি-অভিনেতা। তাই বলে মোটেই এমন ভাবার কোনও কারণ নেই যে এই ছবি থেকে বাদ পড়েছেন কিংবা সরে এসেছেন ভিকি। আসলে, ফুলপ্রুফ পরিকল্পনা কষলেও বিভিন্ন কারণে একাধিকবার পিছিয়ে গেছে এই ছবির শুটিং। প্রতিবারই ছবির শুটিং শু💦রুর আগে বিভিন্ন সমস্যা দেখা দেওয়ার ফলে শুটিং পিছনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন পরিচালক ও প্রযোজক। কথা ছিল চলতি বছরের এপ্রিল মাসে ইউরোপের একাধিক দেশে এই ছবির শুটিং শুরু করে দেবেন পরিচালক। তবে সেই সময়ে দেশে অতর্কিতে করোনার ঢেউয়ের ফলে সেসব পরিকল্পনা সব ধুয়েমুছে যায়। ভেবেছিলেন জুলাই মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহ থেকে শুরু করবেন শুটিং। তবে বর্তমানে সেই গুড়েও বালি। ফের পিছোল ছবির শুটিং। সুতরাং, চলতি মাসেও আর 'অশ্বত্থামা' হয়ে উঠতে পারলেন না ভিকি।
তা এবারে কেন পিছোল দ্য ইমমর্টাল অশ্বত্থামা'-র শুটিং? জানা গেছে বর্তমানে ফের একবার ইউরোপের দেশে করোনা পরিস্থিতি নিয়ে কড়াকড়ি। তার সাথে রয়েছে আরও একটি কারণ। এখনও ভিসা পাননি এই ছবির শুটিং ইউনিটের সদস্যরা। জানা গেছে এইমুহূর্তে স্রেফ ভিসার অনুমোদনের অপেক্ষায় রয়েছেন আদিত্যর টিম, যা কোভিডের কারণে বেশি সময় নিচ্ছে। সূত্রের খবর, ভিসা পাওয়ামাত্রই সবার আগে♍ নিজের ছোট্ট একটি টিমকে নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে রেকিতে বেরোবেন তিনি। কোন কোন দেশে কোথায় শুটিংয়ের লোকেশন বাছাই করবেন, সেই লক্ষ্যে। এরপর সেসব চুকলে অগস্টের তৃতীয় সপ্তাহ কিংবা শেষের দিকে ‘মিস্টার লেলে’র শুটিং শেষ করেই সেই বিদেশী লোকেশনে 'অশ্বত্থামা' হওয়ার জন্যে উড়ে যাবেন ভিকি।