'থ্রি- ইডিয়টস'-এর সিক্যুয়েল আসছে। এখবর বহুদিন ধরেই শোনা যাচ্ছে। তবে এটা সত্যিই কবে আসছে, কে বানাচ্ছেন, কোনও কিছুই স্পষ্ট ছিল না। অবশেষে এবিষয়ে মুখ খুললেন পরিচালক, প্রযোজক বিধু বিনো𒊎দ চোপড়া। যিনি কিনা মূল 'থ্রি- ইডিয়টস'-এর প্রযোজ𒁃ক ছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিধু বিনোদ চোপড়া বলেন, ‘থ্রি- ইডিয়টস-এর সিক্যুয়েল নিয়ে আমি সত্যিই ভীষণ উৎসাহিত। আমিই এই ছবির পরিচালনা করব’। প্রসঙ্গত, এর আগে 'থ্রি- ইডিয়টস'-এর পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি। আর ছবির প্রযোজনা করেছিল💯েন বিধু বিনোদ চোপড়া। পাশাপাশি, রাজকুমার হিরানি, অভিজাত যোশির সঙ্গে মিলে চিত্রনাট্যও লিখেছিলে🧜ন বিধু বিনোদ। যদিও ছবির গল্প লিখেছিলেন চেতন ভগত। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি ছিল ব্লকবাস্টার। ৫৫ কোটির এই ছবিটি আয় করেছি ৪৬০কোটি। তবে এবার ‘থ্রি- ইডিয়টস-এর সিক্যুয়েল হলে পরিচালনা, প্রযোজনা দুটোই করতে চান বিধু বিনোদ চোপড়া। তবে এই ছবির কাজ কবে শুরু হবে, তাতে আগের অভিনেতারাই থাকছেন কিনা তা স্পষ্ট নয়।
আরও পড়ুন-ব🐈ড় খবর! বলিউডে প্রসেনজিৎ-এর পরিচালনায় 'নটী বিনোদিনী' হচ্ছেন ‘কুইন’ কঙ্গনা
আরও পড়ু🥂ন-রাহুলের সঙ্গে ফের পুর❀নো সংসার সাজাচ্ছেন, প্রিয়াঙ্কা বলছেন, ‘আমারও কিছু ভুল ছিল’
এদিকে আবার ‘মুন্নাভাই MBBS’- ফ্রাঞ্চাইজির ছবি তৃতীয় ভাগ আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন বিধু বিনোদ চোপড়া। এর আগে ‘মুন্নাভাই MBBS’, 'লাগে রহো মুন্নাভাই'-বানিয়েছিলেন তিনি। এই দুটি ছবিরও প্রযোজনা করেছেন বিধু বিনোদ চোপড়া। পরিচালক ছিলেন রাজকুমার হিরানি। ‘মুন্নাভাই MBBS’ও ছিল ব্লকবাস্টার। ১🌼০ কোটির ছবি ১৩৫ কোটি।
ইতিমধ্যেই স্বল্প বাজেটে ছবি বানিয়েও কীভাবে বিপুল টাকার ব্যবসা করতে হয় সেটি বহুবার বুঝিয়ে দিয়েছেন প্রযোজক, পরিচালক বিধু বিনোদ চোপড়া। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর পরিচ🥂ালিত 12th Fail ছবিটি। যেটি কিনা মাত্র ২০ কোটি খরচে বানিয়েও ২ সপ্তাহের মধ্যে ২১ কোটির ব্যবসা করে ফেলেছে।
শুধু তাই নয়, 12th Fail-এর হাত ধরে আরও একটি রেকর্ড করে ফেলেছেন বিধু বিনোদ চোপড়া। সেটা হল ৭০বছর পার করেও যশ চোপড়ার পর তিনিই দ্বিতীয় পরিচালক যাঁর ছবি এখনও বক্স অফিসে সাফল্য পাচ্ছে। বক্স অফিসে ‘যব তক হ্যায় জান’ এবং ‘বীর জারা’ যখন হিট হয়েছিল তখন যশ চোপড়ার বয়স ছিল ৭২। আর এখন বিধু বিনোদ চোপড়ার বয়স ৭১ 🔯বছর।