বিদ্যা বালান, বলিউডের এমন একজন অভিনেত্রী যিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন সিনেমার পর্দায়। সম্প্রতি ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় বিদ্যার অসাধারণ অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলে। যদিও এই যাত্রা শুরু হয়েছিল🎶 বেশ কয়েক বছর আগে, ‘ভুল ভুলাইয়া’ সিনেমার হাত ধরে। ‘ভুল ভুলাইয়া’ সিনেমায় মঞ্জুলিকা চরিত্র নিয়ে খোলামেলা কথা বললেন বিদ্যা।
২০০৭ সালে প্রিয়দর্শন পরিচালিত ‘ভুল ভুলাইয়া’ সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে মঞ্জুলিকা চরিত্রে অভিনয় করেছিলেন ♔বিদ্যা বালান। এত বছর পরেও বিদ্যার ওই চরিত্র ও নাচ আজও সমান ভাবে প্রশংসনীয়। ‘ভুল ভুলাইয়া’ সিনেমায় অন্যরকম চরিত্রে অভিনয় করার পর একের পর এক নতুন চরিত্রের জন্য অফার আসতে শুরু করে বিদ্যার কাছে।
‘ভুল ভুলাইয়া’ চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে বিদ্যা বলেন, ‘যখন দর্শকরা আপনকে ভিন্ন ভিন্ন চরিত্রে অ🦹ভিনয় করতে দেখেন, তখন স্বাভাবিকভাবেই আপনার প্রতি আশা তাঁদের বেড়ে যায়। ‘ভুল ভুলাইয়া’ ২০০৭ সালের অন্যতম হিট সিনেমা হিসাবে প্রমাণিত হয়েছিল। তবে এখনও আমার বাবার অভিযোগ, কেন আমি ওই সিনেমায় অভিনয় করার জন্য কোনও পুরস্কার পাইনি।’
(আরও পড়ুন: 'মৃত্যু আটকাতে পারব না, কিন্তু...' ইন্ডিয়ান আইডলের সেরা ১৫-এ জায়গা পাকা হতেই টাইম ট্রাভꦐেল করার স্বপ্ন রঞ্জিনীর)
বিদ্যা আরও বলেন, ‘আমার কাছে পুরস্কার কোনও বড় ক🐻থা নয়। আমি পরপর চারটি সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিতে পেরেছিলাম। তবে ভুলভুলাইয়া আমাকে যে পরিচয় দিয়েছিল, তা আমার সারা জীবনের প্রাপ্তি। প্রিয়দর্শন যেমন আমার উপর ভরসা করেছিলেন তেমনি ভুলভুলাইয়া থ্রি সিনেমাতে অনিস আমার ওপর একই রকম ভাবে ভরসা করতে পেরেছিলেন, যার জন্য আমি কৃতজ্ঞ।’
পরিচালক প্রসঙ্গে বিদ্যা বালান
বিদ্যার মতে, ‘প্রিয়দর্শন এবং অনিস দুজনেই ভীষণ ভালো পরিচালক। প্রিয়দর্শন যেমন জানেন কীভাবে পুরো সিনেমাটি মজার করে তোলা যায়। অন্যদিকে অনিস জানেন, কীভাবে দর্শকদের গোটা সিনেমা জুড়꧅ে আকর্ষিত করে রাখা যায়। প্রতিটি দৃশ্যে কীভাবে মানুষকে ব্য𝕴স্ত করে রাখতে হয় তা খুব ভালো করেই জানেন অনিস।’
কমেডি প্রসঙ্গে বিদ্যা বালান
বিদ্যা বলেন, ‘চালবাজ’, ‘সীতা অর গীতা’ এই সিনেমাগুলি এখন আর ফিরে আসবে না। কমেডি করার আগে নিজেকে নিয়ে হাসতে জানতে হবে। শিখতে হবে কীভাবে নিজেকে নিয়ে মজা করতে হ♑য়☂। নিজেকে নিয়ে এবং অন্যদের নিয়ে মজা করতে জানলে তবেই একজন ভালো কমেডিয়ান হওয়া যায়।
(আরও পড়ুন: ছোট থেকেই দু-চোখে ভালো দেখতে পান না! দিবাকরে𓄧র জী🎀বনের চরম সত্যি শুনে চোখ জল সবার)
প্রসঙ্গত, ২০০৭ সালে ‘ভুলভুলাইয়া’ সিনেমাটি মুক্তি পাওয়ার পর ২০২২ সালে ‘ভুলভুলাইয়া ’২ মুক্তি পেয়েছিল। এই সিনেমার কাস্টিং পুরোপুরি নতুনভাবে করা হয়েছিল, রাজপাল যাদব ছাড়া। ২০২৪ সালের ১ নভেম🔴্বর ‘ভুলভুলাইয়া থ্রি’ মুক্তি পায়, যেখানে ‘ভুলভুলাইয়া’ এবং ‘ভুলভুলাইয়া টু’ সিনেমার অনেক অভিনেতা অভিনেত্রীদের দেখা যায়। এখনও পর্যন্ত এই সিনেমাটি বক্স অফিসে ১৬০ কোটির বেশি আয় করেছে।