প্রাক্তন বিজনেস পার্টনার তথা দুই ভাইয়ের মধ্যে ঝামেলার অন্ত নেই। মুকেশ ভাট এবং মহেশ ভাটের মধ্যে অশান্তি নিয়ে মুখ খুললেন চিত্র নির্মাতা বিক্রম ভাট। রাজ ফ্র্যাঞ্চাইজির পরিচালক বিক্রম ভাট এদিন💛 জানালেন কেন তিনি দুই ভাই মহেশ এবং মুকেশ ভাটের ঝামেলার থেকে নিজেকে সরিয়ে রেখেছেন।
মহেশ ভাট এবং মুকেশ ভাটের ঝামেলা নিয়ে মুখ খুললেন বিক্রম ভাট
সম্প্রতি সিদ্ধার্থ কাননের মুখোমুখি হয়েছিলেন বিক্রম🤪 ভাট। সেখানে তাঁকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই পরিচালক জানিয়েছেন মহেশ ভাট তাঁকে একটি উড়ন্ত ময়ূরের ছবি উপহার হিসেবে দিয়েছিলেন। সেই ময়ূরটি মরুভূমির উপর উড়ছিল যা ছিল তাঁর সফরের প্রতীক। এরপর তিনি বলেন, 'পরবর্তীতে তাঁর (মহেশ ভাট) চালক এসে ছবিটি নিয়ে চলে যান বলেন যে তাঁর বস নাকি তাঁকে বলেছেন ছবিটি গাড়িতে রাখতে।'
আরও পড়ুন: ইন্ডিয༒়ান পুলিশ ফোর্সের সেটে রীতিমত ‘অত্যাচার’ করতেন রোহিত! ‘নালিশ’ ঠুকে কী বললেন শিল্পা?
আরও পড়ুন: দিল🧜ওয়ালে দুলহানি🦹য়া লে জায়েঙ্গেকে বিশেষ স্বীকৃতি দ্য আকাদেমির! শাহরুখ-কাজলের ছবি পেল কোন সম্মান?
এরপর বিক্রম প্রশ্ন করেন বিষয়টা নিয়ে তখন মহেশ জানান মুকেশ ভাট নাকি তাঁকে এক্সপ্লয়েট করছিলেন বহু বছর ধরে, তাই যাতে তাঁরও একই পরিণতি না হয় সেটার জন্যই তিনি এটা করেছিলেন। মহেশ এরপর কী কী বলেছেন সেটা মনে করে তিনি বলেন, 'আমায় বলেছিল তুই কোম্পানি থেকে বেরিয়ে যা। বꩲহু বছর ধরে আমার ভাই (মুকেশ𝔉 ভাট) আমায় নিঃস্ব করে দিয়েছে। আমি চাই না ও তোর সঙ্গে একই কাজ করুক। নিজের কিছু করে খা তুই।'
আরও পড়ুন: জাতীয় পুরস্কার পেয়েছেন শꦏুনেই কেন ঘুমাতে চলে গিয়েছিলেন কঙ্কনা সেনশর্মা?
প্রসঙ্গত মহেশ ভাট হলেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্রযোজক, পরিচালক। তিনি আলিয়া এবং পূজা ভাটের বাবা হন। অনেকেই বিক্রম ভাটকেও মহেশ এবং ম✤ুকেশ ভাটের ভাই বলে মনে করেন। কিন্তু সেটা নয়। তবে তাঁরা একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। বিক্রম ভাট পরিচালিত রাজ ছবির প্রযোজনা করেছিলেন মুকেশ এবং মহেশ ভাট।