স্মার্ট দিদি নন্দিনী, ভাইরাল দিদি নন্দিনী এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়। ফুড ব্লগাররা তাঁর দোকানে যাবেন না বা তাঁকে নিয়ে ভিডিয়ো বানাবেন না এ তো প্রায় অসম্ভব একটা কথা এখন! ফুড ব্লগারদের হাত ধরেই জনপ্রিয়তা পান তিনি। আর চার পাঁচটা পাইস হোটেলের মতো তাঁর দোকানটি দেখতে হলেও সেটা যেন অন𒈔েকটাই আলাদা। আর এর নেপথ্যে আছে নন্দিনী দিদির স্টাইল (জিন্স টপ পরে কোনও মহিলা কখনও তাঁর আগে পাইস হোটেলে রান্না করেছেন বা খাবার পরিবেশন করেছেন বলে মনে করা যায় না), হাইজিন মেনে চলা বা তাঁর কথা বলার ধরন। এবার এই কারণে আরও একবার ভাইরাল হলেন তিনি।
দোকান ভর্তি লোক। খদ্দেররা সব লাইন দিয়ে অপেক্ষা করছেন। তাঁদের সকলের সামনেই তিনি তাঁর বাবাকে মুখ করে উঠলেন। কেন? তাঁর বাবা হাত দিয়ে 🧸বাটিতে মাছ তুলেছেন🌃।
গ্রাহকরা যাতে ঘেন্না না প🧔ান, হাইজ༒িন মেনে চলা হয় যাতে তাই ভাত থেকে শুরু করে তরকারি, মাছ, মাংস, ইত্যাদি সবই নন্দিনী হাতায় করে পরিবেশন করেন। কেবল ভাজাভুজি যা থাকে সেটা তিনি হাতে করে থালায় তুলে দেন। কিন্তু এদিন তাঁর বাবা ভুল করে হাত দিয়ে এক পিস বাটা মাছ একটা বাটিতে তুলে ফেলেন আর সেটা দেখেই মেজাজ হারালেন নন্দিনী।
সকলের সামনে এক প্রকার চেঁচিয়ে বলে উ💎ঠলেন, 'এটা কী করলে? এটা কী হল? হাত দিলে কেন? কেন হাত দিলে?' তারপর তিনি সেই মাছ ফেলে দিয়ে নিজেই পরিবেশন করতে শুরু করেন। বাবার সঙ্গে তাঁর এই ব্যবহার দেখে বেজায় চটেছেন নেটিজেনরা।
আরও পড়ুন: ৬১-এ পা প্রসেনজিতের! টলিউডের চিরসবুজ পোস্টার বয়ে♊র ফিট থা꧂কার গোপন মন্ত্র জানেন?
এক ব্যক্তি লেখেন, 'নন্দিনী দিদি মাছটা হাত দিয়ে দেন না, কিন্তু বেগুন ভাজা, উচ্ছে ভাজা এগুলো হাতে করেই দেন।' কেউ আবার লেখওেন, 'এই সব ফুড ব্লগারদের জন্য এই সব দেখতে হচ্ছে। ভিডিয়ো করার জন্য অন্য কোনও দোকান খুঁজে পায় না এরা।' আরেক নেটিজেন লেখেন, 'বাপ খেটে খুট🦩ে দোকানটা দাঁড় করাল আর এই রানু মণ্ডল এসে দাদাগিরি করছে।'