মহামারীর প্রকোপ কেটে গিয়েছে বহুদিন তবুও এখনও অনেক অফিসেই চলছে ওয়ার্ক ফ্রম হোম। ফলে বাড়ির আমেজেই চলছে কাজ। মিটিং, কলস সবই চলছে বাড়ি থেকেই।⛦ আর সঙ্গে পাল্লা দিয়ে আরও একটা ভয় কাজ করছে। বাড়ির কোনও এমন জিনিস সহকর্মীরা দেখে নিল না তো না নিয়ে ট্রোল হতে পারি, ভাইরাল হতে পারে। সবাই এখন একটু বেশি সচেতন এবং সতর্ক। কিন্𒁃তু সব সময় কী আর সেটা সম্ভব হয়? হয় না তো! এবার সেই একই জিনিস সদ্য ভাইরাল হয়ে গেল।
অনলাইন মিটিং চলাকালীন এক মহিলা তাঁর ম্যানেজারকে হাতে নাতে ধরেছে একেবারে যাকে বলে! না তিনি ঘুমিয়ে পড়েননি, বা অন্য কিছুও করেননি। তবে? মিটিং চলাকালীন ‘লাস্ট স্টোরিজ ২’ দেখছিলেনဣ! কিন্তু কী করে সেটা তাঁর সহকর্মী দেখে ফꦐেলল ভাবছেন? ওই যে, স্ক্রিন শেয়ারিং নামক সেই বিষম বস্তুর সাহায্যে।
আসলে কাজের মধ্যে তিনি সিরিজটি দেখছিলেন আর তখনই তাঁর স্ক্রিন শেয়ার করা ছিল সহকর্মীর সঙ্গে। ব্যাস আর যায় কোথায়! মানে🌄 সে একেবারে যা তা রকমের অস্বস্তিকর কাণ্ড বুঝলেন কিনা!
আরও পড়ুন: তামান্𓃲না-বিজয়ের কেমিস্ট্রিতে ঘুম উড়েছে ভক্তদের! বোল্ড লুকে উষ্ণতা ছড়াচ্ছেন বলিপাড়ার নয়া জুটি
এই ছবিই টুইটারে এক মহিলা পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে মিটিংয়ে থাকা একাধিক ব্যক্তির মধ্যে যে ব্যক্তি তাঁর স্ক্রিন শেয়ার করে আছেন তাঁর স্ক্রিনে ‘লাস্ট স্টোরিজ ২’ চলছে। এই ছবি পোস্ট করে সেই মহিলা লেখেন, 'আমার ম্যানেজার ভুলে গেছেন যে তাঁর স্ক্রিন শেয়ারিং অপশন অন আছে। আর আমরা ত📖াঁকে হাতে নাতে ধরে ফেলেছি যে তিনি মিটিং চলাকালীন লাস্ট স্টোরিজ ২ দেখছেন।' ভাবুন একজন জুনিয়র যদি আপনার গℱোপন কাজকর্ম দেখে ফেলে এভাবে তাহলে কেমন অপ্রস্তুত না হতে হয়। সিনিয়র কেউ হলে তাও নয় একরকম, বকা-টকা খেয়ে ব্যাপারটা মিটিয়ে নেওয়া যায়। কিন্তু এই ঘটনা য একদিকে চরম হাসির আবার অন্যদিকে বেজায় অস্বস্তির সেটা বলার অপেক্ষা রাখে না।
যিনি এই টুইট পোস্ট করেছিলেন তিনি আপাতত সেই টুইট ডিলিট করে দিয়েছেন। কিন্তু হলে কী হবে বাবা, এটা যে ডিজিটাল যুগ! এখানে হাওয়ার 🌳আগে গসিপ আর ﷺমিম ছোটে। ফলত এখন সোশ্যাল মিডিয়া জুড়ে সেই মহিলার ম্যানেজারের কীর্তি ছড়িয়ে পড়েছে।
অনেকেই ভারী মজা পেয়েছেন গোটা জিনিসে। নানা মজার ক্যাপশন দিয়ে এই পোস্ট শেয়ার করেছেন সকলে। যদিও কেউ কেউ এটা ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ কর𓂃া বলে মনে করেছেন। এক ব্যক্তি এই মহিলার উদ্দেশ্যে লেখেন, 'আপনি কারও ব্যক্তিগত জিনিস এভাবে পাবলিকলি পোস্ট করতে পারেন না। এটা তাঁর প্রাইভেসি লঙ্ঘন করা।' অনেকেই আবার অন্য প্রশ্ন তুলেছেন যে নেটফ্লিক্স তো কোনও অন্য অ্যাপ বা মিটিংয়ে শেয়ার করা যায় না তাহলে এই মহিলা দেখতে পেলেন কী করে? কেউ আবার 🔥প্রশ্ন করেছেন যেখানে ইতিমধ্যেই একটা স্ক্রিন ভাগ করা আছে সেখানে আরও একটি ভিডিয়ো কী করে শেয়ার করা গেল?