সারমেয়র উপর অত্যাচার পোষ্য ক্লিনিকের দুই কর্মীর। কুকুরের গায়ে লꦍাথি ও ঘুষি মারার একটি ভিডিয়ো সদ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, মুম্বইয়ের ঘটনা। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
বরুণ ধাওয়ান, মালাইকা আরোরা, জ্যাকলিন ফার্নান্ডেজ সহ একাধিক বলিউড সেলিব্রিটির নজরে এসেছে সেই ভিডিয়ো। রীতিমতো প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একাধিক বলিউড সেলেব। অবলা প্রাণীদের উপর অত্যাচার নিয়ে কঠোর প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। আরও পড়ুন: ‘সিঙ্গল-মিঙ্গল সবকিছুর মাঝে..’, সরস্বতী পুজোর কী𒁏 প্ল্যান, লাভ লাইফ নিয়ে অকপট শ্রীমা
ঘটনাটি ঘটেছে থানের আর মলের ভেটিক পেট ক্লিনিকের। পোষা প্রাণীদের সাজসজ্জা এবং যত্নে বিশেষের কারণে তৈরি হয়েছে ওই ক্লিনিক। ভাইরাল ভিডিয়োতে, পেট ক্লিনিকের একজন কর্মী একটি কুকুরকে মুখে এবং পিঠে বার বার ঘুষি চালাতে দেখা গিয়েছে। চৌ চৌ জাতের কুকুর ছিল সেটি। ভিডিয়ো দেখে রীতিমতো চটে লাল একাংশ পশুপ্রেমী নেটিজেন এবং একাধিক বলিউড সেলিব্রিটি। আরও পড়ুন: 🐎এখনও সিঙ্গল, তাই সরস্বতী পুজোয় বিꦐশেষ প্ল্যান! তবু রূপসা জানালেন, কেমন মানুষ পছন্দ
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে বরুণ ধাওয়ান🐠 লিখেছেন,🍌 ‘ধন্যবাদ মুম্বই পুলিশকে এই বিষয়ে এত দ্রুত কাজ করার জন্য। যা ঘটেছে বিষয়বস্তু এত জঘন্য ছিল যে আইনত যেন কঠোর শাস্তি হয়’।
ওই কুকুরটি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে মালাইকা অরোরা লিখেছেন, ‘শুধু এতটুকুই আশা দরিদ্র অসহায় কুকুরটি ভালো আছে তো! খুব রাগ হচ্ছে- ওদের খুꦫঁজে পাওয়া গিয়েছে, এবার যেন অথোরিটি শাস্তি দিলেই হল। এখন কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া এবং কঠোর শাস্তি দেওয়ার সময়’।
অভিনেত্রী জ্যাকলিনও ক্ষোভ প্রকাশ করেছেন। সোনু সুদও তার ইনস্টাগ্রাম স্টোরিতে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং লিখেছেন, ‘এমন ব্যক্তিদের গ্⛄রেফতার করার সময় এসে🃏ছে। আমি নিশ্চিত আপনাদের দোকান বন্ধ হবেই’।
পশু অধিকার সংগঠন PAWS এর বিশিষ্ট সদস্য নীলেশ ভাঙ্গে এবং আরও অনেকে, ঘটনা নিয়ে গত ১৩ ফেব্রুয়ারি পুলি💝শ𝓀ে অজ্ঞাত ব্যক্তিদের নিয়ে অভিযোগ দায়ের করেছেন। ম্যাজিস্ট্রেটের আদেশ না থাকলে পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের নামে কোনও অভিযোগের তদন্ত চালাতে পারেন না।
পরে, স্ট্রিট ডগস অফ বম্বে, যারা নিজেদের 'বিয়িং দ্য ভয়েস ফর অল অ্যানিমালস' হিসাবে বর্ণনা করেন নিজেদের ইনস্টাগ্র🐓াম পেজে কুকুরটির সেই ভিডিয়ো শেয়ার করে জানিয়েছেন, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।