একদিকে বলিউডের অন্দরে চলছে হার্দিক পান্ডিয়া ও নাতাশার ডিভোর্সের গুঞ্জন। তারই মাঝে জাহির খানের বউ, অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে দেখা গেল ডিনার ডেটে। এইটুকু পরেই ভ্রু কোঁচকানোর প্রয়োজন নেই।🉐 সাগরিকার সঙ্গে ছিলেন প্রাক্তন ফাস্ট বোলার জহির খানও। অনুরাগীরা নিশ্চয়ই ভাবছেন, তাহলে অনুষ্কা কোথায়? বাড়িতে ভামিকা আর অকায়কে নিয়ে ব্যস্ত?
ডিনার ডেটে বিরাট:
মোটেও তা নয়, এদের সঙ্গে ছিলেন অনুষ্কা শর্মাও। বিরাট-অনুষ্কা-জাহির-সাগরিকা চার জন একসঙ্গে গিয়েছিলেন ডিনার ডেটে। তাঁদের সঙ্গে ছিল টেলিভিশন সম্প্রচারক গৌরব কাপুর🙈ও। পাপারাজ্জি মানব মঙ্গলানির অ্যাকাউন্ট থেকে মঙ্গলবার রাতের রেস্তোরাঁ ভিজিটের ছবি শেয়ার করা 🐽হল।
আরও পড়ুন: ইসলামেরꦬ টানে অভিনয় ছাড়েন 🌳জায়রা! বাবার মৃত্যুর খবর ভাগ করে লিখলেন, ‘আল্লা ক্ষমা করুক…’
বিরাট কোহলি তার সতীর্থদের সঙ্গে প্রথম ব্যাচে যোগ দেননি, যারা আমেরিকা গিয়েছে আসন্ন টি ২০ বিশ্বকাপ খেলতে। যারা ২৫ জুন মুম্বই থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হন। রোহিত শর্মা, ঋষভ পন্থ, জসপ্রিত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা ভারতীয় ক্রিকেটারদের প্রথম ব্যাচের মধ্যে ছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ, চলবে ১ জুন থেকে ২৯ জুন অবধি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ এবার যৌ✃থ আয়োজক।
আরও পড়ুন: নায়িকার পর ক🅘ি বদলে গেল চিনি-র খলনায়িকাও? মধুরিমার জায়গায় ꦛআসছে নাকি ‘মিশকা’ অহনা
টি-২০ বিশ্বকাপ খেলতে কবে যাবেন বিরাট?
ইন্ডিয়া টুডের মতে, বিরাট কোহলির আমেরিকা যাওয়ার বিলম্ব হচ্ছে কা𓃲গজপত্রে কিছু সমস্যা থাকার কারণে। কোহলি,𝐆 হার্দিক, এবং রিংকু সিং সহ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার এখনও নিউইয়র্কে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলে যোগ দেননি। প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও আইপিএল ২০২৪ ফাইনালের আগে শনিবারই চলে গিয়েছিলেন মার্কিন মুলুকে। ১ জুন ভারত-বাংলাদেশের প্র্যাকটিস ম্যাচেও বিরাট থাকবেন কি না দলে, তা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। যদিও একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, কোহলি ৩০ মে পৌঁছবেন মার্কিন যুক্তরাষ্ট্রে।
আরও পড়ুন: অবন্তিকার সঙ্গে উত্তাল প্রেমে রণবীর! ইমরা𒐪নের সিনেমা ছাড়ায় নাম উঠছে ঋষি-পুত্রের
ভারত ⛄তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ শু🀅রু করবে ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। আর ৯ জুন তারা মুখোমুখি হবে পাকিস্তানের।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলি ছিলেন ভারতের সবচেয়ে বেশি রান স🌊ংগ্রহকারী। ছয় ম্যাচে চারটি হাফ সেঞ্চুরি-সহ ২৯৬ রান করেন তিনি।