২৯ অগস্ট ১৯৭৬ কবি, যোদ্ধা কাজী নজরুল ইসলাম তাঁর অসামান্য কাজ রেখে না ফেরার দেশে পাড়ি দেন। তবে কবিদের কি মৃত্যু𝄹 হয়? তাঁরা নশ্বর শরীরে হয়তো থাকেন না, কিন্তু কাজের মধ্যে অবশ্যই থেকে যান। আগামীকাল তাঁর ৪৭ তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে ওয়াশিংটন ডিসির বাংলা স্কুল একটি অনুষ্ঠান করতে চলেছে। আর তার মহড়ার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সেটা রীতিমত ভাইরাল।
ভিডিয়োতে দেখা যায় পুরুষ মহিলা সকলে মিলে গানের মহড়া দিচ্ছেন। আছে যন্ত্র শিল্পীরাও। একজন তাঁদের সকলক💞ে নির্দেশ দিচ্ছেন। তাঁর♑া সকলে মিলে বিদ্রোহী কবির 'আমি যুগে যুগে আসি...' গানটি গাইছেন।
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মহিতোষ তালকুদার তাপস নামক এক ব্যক্তি। তিনি এটি পোস্ট করে লেখেন, 'কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু হয় না। উনি বারবার ফিরে আসেন এই বাংলায়। তাঁর ৪৭ তম প্রয়াণ দিবসে আমাদের বিনম্র শ্রদ্ধা। ওয়াশিংটন ডিসির বাংলা স্কুলের মহড়া কক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। কবি নজরুলের 'ধূমকেতু' কবিতায় সুর দিয়েছিলেন ৭১ -এর কণ্ঠযোদ্ধা প্রয়াত অজিত রায়।' তিনি আরও লেখেন 'বাংলা সংস্কৃতির জয় হোক। জয় হোক মানুষের। জয় হোকꦰ মানবিকতার। জীবন সুন্দর, আনন্দম।'
আরও পড়ুন: বাংলাদেশি বন্ধুদের মজলিস জমল গীতা দত্তের গানে, ফেসবুকে প🥀োস্ট হতে নিমেষেই🍸 ভাইরাল, দেখুন ভিডিয়ো