দেব আনন্দ যে কেবল একজন সুদর্শন এবং গুণী অভিনেতা ছিলেন এমনটা একদমই নয়। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। দিলীপ কুমার একবার তাঁর একটি বক্তব্যে বলেছিলেন দেব আনন্দ টেকের পর টেক দিতেন যাতে জুনিয়র আর্টিস্টরা নিজেদের প্রমাণ করতে পারেন। ১৯৫৫ সা🎃লে ইনসানিয়াত ছবিতে একত্রে কাজ করেছিলেন দেব আনন্দ এবং দিলীপ কুমার। সেই🔯 ছবিতে কাজ করার স্মৃতিও বারবার উঠে এসেছে দিলীপ কুমারের কথায়।
দিলীপ কুমার দেব আনন্দকে নিয়ে কী কী বলেছেন?
এসএস ভাসান পরিচালিত ইনসানিয়াত ছবিতে দেব আনন্দ এবং দিলীপ কুমার একত্র🥃ে কাজ করেছিলেন। দিলীপ কুমার তাঁর লেখায় একবার লিখেছিলেন, 'দেব আনন্দ এতটাই ভালো মানুষ ছিলেন যে উনি তাঁর নিজের প্রযোজনার শুটিংয়ের দিন ক্যানসেল করে দিয়েছিলেন আমার সঙ্গে দিন ম্যাচ করানোর জন্য। আমি ব্য🌌ক্তিগত ভাবে দেখেছি উনি কীভাবে জুনিয়র আর্টিস্টদের সাহায্য করতেন। একাধিকবার টেক দিতেন যাতে জুনিয়র আর্টিস্টরা নিজেদের সেরাটা দিতে পারে। উনি কখনই কাউকে ইগনোর করতেন না।'
আরও পড়ুন: দেব আনন্দের জন্মশত༒বার্ষিকী-শুধু বিনোদন নয়, তার সিনে𒅌মা দিয়েছে জীবনের পাঠও
তিনি তাঁর ꦡলেখায় আরও বলেন যে তাঁরা এতটাই ভালো বন্ধু ছিলেন যে তাঁরা কখনও একে অন্যের বাড়ির কোনও অনুষ্ঠান মিস করতেন না। পেশার ক্ষেত্রে কখনও তাঁরা একে অন্যকে প্রতিযোগী বলে মনে করেননি।