খুব অল্প বয়সে বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্নাকে বিয়ে করেছিলেন অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। যখন রাজেশ খান্নার সঙ্গে বিয়ের জন্য হ্যাঁ বলেছিলেন, তখন তার বয়স ছিল ম♈াত্র ১৬ বছর। ১৯৭৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। সেই সময়ে ডিম্পলের ব্লকবাস্টার প্রথম ছবি ‘ববি’ও মুক্তি পায়নি। দাম্পত্য জীবনের প্রথম কয়েক বছর বেশ ভালোই কেটেছিল তাঁদের। এরই মধ্যে তাঁদের কোল আলো করে আসে দুই মেয়ে টুইঙ্কল ও রিঙ্কি খান্না। এরপর আস্তে আস্তে ডিম্পল ও রাজেশ খান্নার সম্পর্কে ফাটল দেখা দেয়।
বিয়ের ৯ বছর পর রাজেশ খান্নার থেকে আলাদা থাকতে শুরু করেন ডিম্পল। দুই মেয়েকে সঙ্গে নিয়ে একা ಞথাকতে শুরু করেন অভিনেত্রী। বিচ্ছেদ সত্ত্বেও কখনই ডিভোর্সের পথে হাঁটেননি তাঁরা। প্রয়াত অভিনেতা একটি সাক্ষাত্কারে ডিম্পলের থেকে তাঁর বিচ্ছেদ সম্পর্কে কথা বলেছিলেন। কেন ডিম্পল কখনও তাঁকে ডিভোর্স দেননি, সেই নিয়েও কথা বলেছিলেন।
আরও পড়ুন: রিচা, কঙ্গনা, শাবানাদের সঙ্গে আড্ডায় মশগুল দিয়া মির্জা, কেন এলেন না বিদ্যা🌜 বালান-তানভিরা
আরও পড়ুন: শৈশব কেটেছে জাহ্নবীর, চেন্নাইয়ে শ্রীদেবীর কেনা প্রথম বা🌊ড়িতে রয়েছে এবার থাকার 𒆙সুযোগ
ডিম্পল কেন রাজেশ খান্নাকে ডিভোর্স দেননি?
একটি পুরানো সাক্ষাৎকারে রাজেশ খান্না এবং ডিম্পলের জটিল সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। এটিও জিজ্ঞাসা করা হয়েছিল, স্ত্রীর সঙ্গে আবার একসাথে থাকতে চান কিনা? প্রয়াত অভিনেতা বলেছিলেন, ‘আপনি কী বলতে চান? আগে কোথায় আলাদা হয়েছি? আসলে আলাদা আলাদা থাকছি তবে এখনও ডিভোর্স দেয়নি ও, একেবারেই দিতে চাইছে না। ওই জানে কেন ও দিতে চাইছে না, কারণ জানিনা কেন। যখন ও এখানে ভ্যাঙ্কুভারে আসবে তখন ওকে জিজ্ঞাসা করুন। ও আপনাকে সঠিক উত্তর দেবে। আমি শুধু এতটুকুই বলতে পারি, ডিভোর্স দিচ্ছে না ও। এটা ওর ইচ্ছে। আওর এখন কী, এটা তো হৃদয়ের বিষয়।’
আরও পড়ুন: ইরফান বেঁচে থাকলে ২০২৪ সালে কী ꧒♋আলোচনা হত দুজনের মধ্যে, কান্নাভেজা পোস্ট সুতপার
ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে বলা হয়েছে, সাগর মুক্তির আগে ডিম্পল ইন্ডিয়া টুডেকে একটি সাক্ষাত্কারে বলেছিলেন, ‘বিয়ের ঠিক সাত দিন আগে ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আমরা একসঙ্গে একটি চার্টার্ড ফ্লাইটে একটি শো করার জন্য আহমেদাবাদ যাচ্ছিলাম। ও সারাক্ষণ আমার পাশে বসেছিল কিন্তু একটা কথাও বলল না। যখন🍃 ফ্লাইটটি অবতরণ করতে যাচ্ছিল, ও আমার দিকে ফিরে, আমার চোখের দিকে তাকিয়ে বলল ও চায় আমি ওকে বিয়ে করি’। আরও বলেন, ‘যেদিন রাজেশ আর আমার বিয়ে হয়, সেদিন আমাদের বাড়িতে জীবনের সুখ শেষ হয়ে যায়।’
নিজেদের সম্পর্ককে ‘প্রহসন’ বলার আগে ডিম্পল বলেছিলেন, ‘আমার কেরিয়ারে ববির গুরুত্ব বোঝার জন্য আমি খুব ছোট ছিলাম, কিন্তু যেদিন আমি রাজেশের বাড়িতে প্রবেশ করি, সেদিন থেকেই আমার মনে হয়ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚেছিল এই বিয়ে টিকবে ꦆনা।’