আজ তিনি বলিউড 'বাদশা', তাঁর নামের আগে বসেছে 'কিং খান'-এর তকমা। তবে সেদিন তেমনটা ছিল না। দিল্লির মধ্যবিত্ত মুসলিম পরিবারের বছর ১৮-র ছেলেটি ভালোবেসেছিল পাঞ্জাবি পরিবারের বছর ১৪র মেয়েটিকে। এঁরা আর কেউ নন শাহরুখ-গৌরী। ধর্ম ভুলে শাহরুখ-গৌরীর ভালোবাসাও হয়ত প্রেমের ইতিহাসে চিরকꦗাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যুগের পরিবর্তনে শাহরুখ-গৌরীর জীবন বদলেছে। তাঁরা এখন বি-টাউনের পাওয়ার কাপল। তবে জীবনের নানান ওঠাপড়ার মাঝেও শাহরুখ-গৌরী একইভাবে পাশাপাশি রয়ে গিয়েছেন, তাঁদের ভালোবাসার নীড় অটুটౠ রয়েছে। তাঁদের সম্পর্কের বয়স ৩৮ বছর।
সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরꦫাল শাহরুখ খানের পুরনো একটি ভিডিয়ো। যেটি সম্ভবত ৯-এর দশকের। যার শুরুতেই দেখা যাচꦛ্ছে, অনুরাগীদের দেখে ছাদ থেকে হাত নাড়াচ্ছেন শাহরুখ। তারপরেই ছাদে রাখা একটি একটি মেশিনে দাঁড়িয়ে গৌরীকে এক্সরসাইজ করা শেখাচ্ছেন তিনি। তারপরই প্রিয় পোষ্য়কে আদর করতে দেখা যায় তাঁকে। তারপর একটি লাল SUV গাড়ি চালিয়ে যেতে এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা অনুরাগীদের সঙ্গে হাত মেলাতে দেখা যায় শাহরুখকে। তারপর কোনও একজন কিছু চাইলে তিনি বলেন, ‘৯টার সময় আবার আসব, তখন না হয় দেব বেটা।' তারপর গাড়ি কাচ বন্ধ করতে করতে বলেন, 'এখন আসছি, সাবধানে লাগে না যেন…।’
এখানেই শেষ নয়, ভিডিয়ো শেষ অংশে রাস্তায় দাঁড়িয়ে থাকা ছোট্ট একটি মেয়ের সঙ্গে কথা বলতে দেখা যায় শাহরুখকে। তিনি মেয়েটিকে জিগ্গেস করেছেন, ‘তুমি কি আমার ছবি দেখতে চাও নাকি অভিনয় করতে?’ মেয়েটির উত্তর ছিল ‘অভিনয় করতে চাই।’ ভিডিয়োতে টি-শার্ট, ডেনিম জ্যাকেট, জি🦂নস এবং চটি পরে থাকতে দেখা যাচ্ছে। আর গৌরীকে একটি কালো টপ এবং ম্যাচিং শর্টস এবং সাদা স্নিকার্সে দেখা গিয়েছে। ক্যাপশানে লেখা, ‘এই কারণেই উনি রাজা’…
শাহরুখ-গৌরীর বিয়ে হয় ১৯৯১ সালে ২৫ অক্টোবর। ১৯🉐৯২-এর মু🌳ক্তি পাওয়া 'দিওয়ানা' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন শাহরুখ। তিন দশকের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করে আসছেন তিনি। এখন আরিয়ান,সুহানা, আব্রামকে নিয়ে সুখের সংসার শাহরুখ-গৌরীর।
১৯৯২ সা𝓀লে স্টারডাস্ট ম্যাগজিনের এক আর্টিকেলে শাহরুখ জানিয়েছিলেন গৌরী তাঁর জীবনজুড়ে রয়েছেন। এবং গৌরীর জন্য অভিনয় কেরিয়ার পর্যন্ত ছাড়তে পারেন তিনি। শাহরুখ বলেছিলেন, 'আমার কাছে আমার স্ত্রী সবার আগে..যদি কোনদিনও কেউ আমাকে গৌরী এবং নিজের কেরিয়ারে মধ্যে একটা বেছে নিতে বলে আমি এক মিনিটও না ভেবে গৌরীকেই বেছে নেব…হয়ত আমি পাগল হয়ে যাব কিন্তু শুধু ওর জন্যই আমি এটা করতে পাౠরি। আমার কাছে গৌরীই সব'।