দাদা রকড, অরুণিমা শকড! ‘দাদাগিরি’ একটি এপিসোডের ক্লিপিংস দেখে এটাই বলছে নেটপাড়া। ক্রিকেটার সৌরভ নিজের ইমেজ ভেঙেছিলেন দাদাগিরির মঞ্চে। জি বাংলার এই গেম শো-এর সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়। দেখতে দেখতে সঞ্চালক হিসাবে লম্বা 🐭সফর পার করে ফেলেছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট।
ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসক হিসাবে কার্যত ছেঁটে ফেলা হয়েছে সৌরভের, সিএবি-র নির্বাচন না হওয়ায় সভাপতির দায়িত্ব গ্রহণ করেননি সৌরভ। এর মাঝেই দাদার কেরিয়ার পরিকল্পনা নিয়ে জল্পনার শেষ নেই। তবে ক্রিকেট থেকে൲ দূরে থাকলেও টিভির পর্দায় ‘দাদাগিরি’ জারি থাকবে সে নিয়ে সন্দেহ নেই সৌরভ ভক্তদের। সম্প্রতি ফেসবুকে ভাইরাল ‘দাদাগিরি সিজন ৮’-এর একটি ভিডিয়ো। সেই পর্বে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন সোহম, অরুণিমা, সুদীপ্তা, সোানলিরা।
অরুণিমা দাদার কাছে আবদার করে ‘তোমাকে বেশকিছু🎉 প্রশ্ন জিজ্ঞাসা করব, চটপট উত্তর দিতে হবে’। ইলিশ না চিংড়ি? ‘লাল গোলাপ না হলুদ গোলাপ? ধুতি না ডেনিম? সত্যিজি🧜ৎ রায় না ঋত্বিক ঘটক?’ এমন কিছু প্রশ্ন রাখছিলেন অরুণিমা। কোনওরকম কিন্তু কিন্তু না করে সৌরভ পরপর বলে চলেন, ‘চিংড়ি’,'লাল গোলাপ', ‘ডেনিম’, ‘সত্যজিৎ রায়’। শেষে অরুণিমার প্রশ্ন ছিল, ‘অ্যাঙ্কারিং না কমেন্ট্রি?’ এক মুহূর্তও নষ্ট না করে সৌরভ বলে বসেন- ‘যে বেশি পয়সা দেবে’।
এদিন সৌরভের গুগলিতেও না♓জেহাল হলেন অরুণিমা। সঠিক জবাব দিতেও পা♛রেননি নায়িকা। পাশাপাশি চোখে মাইনাস পাওয়ার থাকা সত্ত্বেও অরুণিমা চমশা পরেন না জেনে অভিনেত্রীর রীতমতো ক্লাস নেন মহারাজ। তাঁর সটান প্রশ্ন, 'ভালো দেখতে মহিলা চোখে পাওয়ার থাকলেও চশমা পরেন না কেন? চমশা পরলে অসুবিধা কোথায়?' অরুণিনা আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘চমশা পরলে গাড়ি চালাতে অসুবিধা হয়, উলটো দিক থেকে ডিপার মারলে সমস্যা হয়’। সৌরভ সেই যুক্তি মানতে না-রাজ। তাঁর কথা, ‘ডিপার, বিপার সব অজুহাত, সোজাকথা চশমা পরলে দেখতে ভালো লাগবে না তাই পরে না’।