লোকসভা ভোট মিটলেই নতুন সুখবর দিতে চলেছেন অভিনেতা-প্রযোজক দেব? সরগরম টলিপাড়া! আপাতত ঘাটাল লোকসভা নির্বাচন ঘিরে বেজায় ব্যস্ত দেব। শনিবার রাজ্যে ষষ্ঠদফা নির্বাচন। শ🐼েষ মুহূর্তে দেবের বিরুদ্ধে উড়ে আসছে বিজেপি শিবিরের একের পর এক অভিযোগ। হাসিমুখে সবটা সামলাচ্ছেন ঘাটালের তৃণমূল প্রার্থী।
♈দেব-হিরণ মেগা লড়াইয়ের মাঝেই টলিপাড়ায় গুঞ্জন দেবের নামের সঙ্গে নাকি এবার জুড়ছে মেদিনীপুরের সুযোগ্য পুত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম। বাংলার নবজাগরণের পথিকৃৎ বিদ্যাসাগরের জীবনী নাকি এবার রুপোলি পর্দায় ফুটে উঠবে। যার কাণ্ডারী হতে চলেছেন দীপক অধিকারী। ঘাটালের বিদা﷽য়ী সাংসদ।
প্রশ্ন উঠছে, দেব কি এই ছবিতে বিদ্যাসাগরের চরিত্রে অভিনয় করবেন নাকি শুধু প্রযোজকের ভূমিকায় থাকবেন? ছবির পরিচালকই বা কে? দেবের ছবিতে দেশপ্রেমের গল্প নতুন নয়। সাম্প্রতিক সময়ে ‘গোলন্দাজ’,‘বাঘাযতীন’-এর মতো জীবনীচিত্র সাবলীলভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন দেব। প্রযোজক দেবের ভাবনা বরাবরই প্রশংসা কুড়িয়েছে, এখানে টলিপাড়🌼ার অন্য সুপারস্টারদের থেকে এগিয়ে দেব। জোর জল্পনা ‘বাঘাযতীন’ 🎐পরিচালক অরুণ রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে নিজের পরবর্তী ছবির পরিকল্পনা শুরু করেছেন, যার কেন্দ্রে থাকছেন দেব।
বাঘাযতীন মুক্তির আগেই জানা গিয়েছিল খাদ্যনালীর ক্যানসারে ভুগছেন পরিচালক। এখনও চলছে চিকিৎসা। পুরোপুরি সুস্থ হননি। ফলে ছবি পরিচালনার ব্যাপারে এখনই স্পিকটি নট অরুণ রায়। তবে পরিচালক এই খবর পুরোপুরি অস্বীকার করেননি। তবে জানিয়ে দিয়েছেন, চরিত্রের সঙ্গে খাপ না খেলে দেব জোর করে সেই চরিত্রে অভিনয় করেন না। অতীতে এই উদাহরণ নেই বললে ভুল হবে। হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী ছবিতে শুরুতে দেবের অভিনয়ের কথা থাকলেও শেষমুহূর্তে সরে যান দেব। তবে সেই ছবি প্রযোজনা করেছিলেন তিনি। এক্ষেত্রে তেমনটাই হতে পারে, অর্থাৎ দেব ছবিতে অভিনয় না করলেও দেবের ব্যানারে তৈরি হতে পারে বিদ্যাඣসাগরের বায়োপিক।
এর আগে অরুণ রায় তৈরি করেছেন ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতাদের অন্যতম হীরালাল সেনের বায়োপিক ‘হীরালাল’, স্বাধীনতা সংগ্রামী বিনয়-বাদল-দীনেশের জীবনীচিত্র ‘৮/১২’, তারপর বাঘাযতীন। স্বদেশিক ভাবনা বরাবরই তাঁর ছবির উপজীব্য, এবারও তেমনটাই নাকি ঘটতে চল⛄েছে।