🌌 সাদা-কালোর বোর্ডের খেলায় কিস্তিমাত করবে কে? তা নিয়েই চলে বুদ্ধির খেলা। হ্যাঁ, ঠিকই ধরেছেন ‘দাবা’র কথাই বলছিলাম। বুদ্ধির এই খেলা প্রথম শুরু হয়েছিল এই ভারতবর্ষের। আর এটা নিয়েই ফের একটা অন্যধারার ছবি উপহার দিতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা দাসের উইনডোজ প্রোডাকশন। নাম ‘দাবাড়ু’। পথিকৃৎ বসু পরিচালিত এই ছবি গ্র্য়ান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের বায়োপিক এটি।
🌸 গত বছর, অর্থাৎ ২০২৩-এর জুলাইতে শ্যুটিং হয়েছিল 'দাবাড়ু'র। তবে তারও আগে জুনে ছবির শ্যুটিং শুরুর খবর দিয়ে প্রযোজনা সংস্থার তরফে লেখা হয়েছিল, 'উত্তর কলকাতার রক থেকে প্রতিকূলতার বেড়া ডিঙিয়ে এক বাঙালির বিশ্বমঞ্চে উঠে আসার গল্প। সূর্য শেখর গাঙ্গুলীর বর্ণময় জীবন থেকে অনুপ্রেরণা নিয়েই উইনডোজ প্রযোজিত, নন্দিতা রায় এবং সঞ্জয় আগরওয়াল নিবেদিত, পথিকৃৎ বসুর পরের ছবি-' দাবাড়ু ।বড় পর্দায় আসছে এই শীতে!’