💙 সাপের বিষ নিয়ে ছিনিমিনি! শ্রীঘরে যেতে হয়েছিল বিগ বস জয়ী এলভিশ যাদবকে। অবশেষে জামিনে মুক্ত তারকা। গ্রেফতারির পাঁচদিন পর,শুক্রবার গৌতম বুদ্ধ নগরের স্থানীয় আদালত জামিন মঞ্জুর করল এলভিশের। রাজধানী দিল্লি ও তার আশপাশের এলাকার রেভ পার্টিতে সাপের বিষ সরবরাহের অভিযোগ রয়েছে বিগ বস ওটিটি ২-এর বিজেতার বিরুদ্ধে।
𝔉এলভিশের আইনজীবী প্রশান্ত কুমার রাঠি জানান, এলভিশের পাশাপাশি এই মামলার অপর পাঁচ অভিযুক্তের মধ্য়ে দু-জনের জামিন মঞ্জুর করেছে জেলা আদালত। তিনি জানান, ‘পঞ্চাশ হাজার টাকার দুটো ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন এলভিশ। তাঁর কাছ থেকে এনডিপিএস (নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস) আইনের আওতায় পরে এমন কোনও ড্রাগস বা নিষিদ্ধ মাদক উদ্ধার হয়নি।’
𒀰গত ১৭ই মার্চ নয়ডা পুলিশের হাতে গ্রেফতার হন বিগ বিসের হাত ধরে খ্যাতির শিখরে উঠে আসা এই ইউটিউবার। মালায় এনডিপিএস আইনের ধারাও যোগ করা হয়েছিল। এর বাইরে আইপিসি ২৮৪ ধারা এবং ২৮৯ ধারায় অভিযোগ আনা হয় এলভিশের নামে। ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল অভিযুক্ত তারকাকে।
ꦿবিজেপি সাংসদ মেনকা গান্ধীর এনজিও, পিপল ফর অ্যানিম্যালস-এর স্টিং অপারেশনে, ইউটিউবার এলভিশ যাদব-সহ ছয় জনের বিরুদ্ধে একটা রেভ পার্টিতে সাপের বিষ সরবরাহের অভিযোগ উঠেছিল। এর আগে নয়ডার সেক্টর ৫১- সেভরন ব্যাঙ্কোয়েটে রেড চালায় পুলিশ, উদ্ধার হয় ২০ মিলিলিটার সাপের বিষ-সহ নয়টি সংরক্ষিত সাপ। পরে রেভ পার্টি থেকে সংগ্রহ করা নমুনাগুলির ফরেনসিক রিপোর্ট সামনে আসে। সেই রিপোর্ট বলা হয় বিষগুলি আসলে কোবরা এবং কেউটে প্রজাতির সাপের বিষ।
ꦍযদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন এলভিশ। ভিডিয়ো বার্তায় তাঁকে বলতে শোনা গিয়েছিল, তিনি সম্পূর্ণ নির্দোষ। এদিন এলভিশের জামিনে মুক্ত হওয়ার আগেই হাইকোর্টে পুলিশি সুরক্ষা দাবি করেন এই মামলার দুই মূল অভিযোগকারী। বহুবার হুমকি ফোন এসেছে বলে জানান অভিযোগকারী দুই ভাই সৌরভ ও গৌরব গুপ্তা। তাঁদের অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে।