ওয়েব মাধ্যমেꦐ পা রাখতে চলেছেন টলিউডের ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ ঐন্দ্রিলা সেন। জি ৫ -এর নতুন ওয়েব সিরিজে তাঁকে দেখা যাবে আগামী দিনে। ‘শ্বেতকালী’ ওয়েব সিরিজে তাঁকে দেখা যেতে চলেছে। তবে অঙ্কুশ নয়, অন্য নায়কের বিপরীতে অভিনয়ে করবেন তি🔯নি এই সিরিজে। এই ওয়েব সিরিজে ঐন্দ্রিলা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সৌরভ চক্রবর্তী এবং সাহেব ভট্টাচার্যকে।
সদ্যই জি ৫- এর তরফে একাধিক নতুন ওয়ে🎉ব সিরিজ ঘোষণা করা হয়েছে। আর সেই সিরিজগুলোর অন্যতম ൲হল ‘শ্বেতকালী’।
জানা গিয়েছে এই ওয়েব সিরিজের শ্যুটিং ২০২২ -এর শুরুর দিকেই শুরু হয়েছিল। সম্প্রতি এই ওয়েব সিরিজের পোস্টার প্রকাশ করা হল। সৌরভ চক্রবর্তী, ঐন্দ্রিলা সেন, সাহেব ভট্টাচার্য অভꦏিনীত শ্বেতকালীর পোস্টার জি ৫ -এর তরফে পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সানি ঘওোষ এই ওয়েব সিরিজের পরিচালনা করেছেন। এটি একটি রহ💎স্য রোমাঞ্চ ঘরানার ওয়েব সিরিজ। এই সিরিজের হাত ধরেই ওয়েব মাধ্যমে ডেবিউ হবে ঐন্দ্রিলার।
এই ওয়েব সি෴রিজে একটি পরিবারের গল্প দেখা যাবে। তবে সেখানেই আছে টুইস্ট। এই পরিবারে ঘটে নানান সব অতিপ্রাকৃত ঘটনা। আর সেই পরিবার যে বাড়িতে থাকে সেই বাড়ির দেওয়া থেকে বেরিয়ে আসে এক সাদা রঙের ক𓄧ালী প্রতিমা। আর এই প্রতিমাকে ঘিরেই ঘুরে যায় গোটা গল্পের মোড়।
এই ওয়েব সিরিজে সমদর্শী দত্ত, দেবলীনা কুমার, প্রমুখরাও থাকবেন। সঙ্গে দেখ🍸া যাবে অরিন্দম গঙ্গোপাধ্যায়, দেবদূত ঘোষ, রানা বসু ঠাকুরকে।
জি ৫- এর তরফে যে পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে শ্বেতকালীর সেখানে সৌরভ, ঐন্দ♍্রিলা এবং সাহেবকে দেখা গিয়েছে।
বহুদিন বাদে পর্দায় ফিরছেন সমদর্শী। ‘ভূতের ভবিষৎ’ ছবির ব💖হুদিন তাঁকে কোনও প্রজেক্টে দেখা যায়নি। ফের তিনি একগুচ্ছ নতুন কাজ নিয়ে ফিরছেন। অন্যদিকে ঐন্দ্রিলাও এখন একাধিক কাজ নিয়ে ব্যস্ত র🅘য়েছেন।
জানা গিয়েছে এই ওয়েব সিরিজের শ্যুটিং শ্রীরামপুর রাজবাড়িতে করা হয়েছে। ২০২৩ সালে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। শ্বেতকালী ছাড়াও জি ৫ এর তরফে আরও একটি ওয়েব সিরিজের ট্রেলার𝄹 প্রকাশ্যে আনা হয়েছে। বিক্রম চট্টোপাধ্যায় এবং রাইমা সেনের ওয়েব সཧিরিজ র'ক্তকরবীও শীঘ্রই জি ৫-এ মুক্তি পেতে চলেছে।